সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মার্সিডিজে চড়ে BPL কা’র্ডে রেশন তুললেন যুবক! ভিডিও ঘি’রে বি’ত’র্ক

এক ভদ্রলোক বিপিএল কার্ডের রেশন তুলে মার্সিডিজে করে যাচ্ছেন। আর সেই ভিডিও ভাইরাল হতেই চক্ষু চড়কগাছ প্রশাসনের। হোশিয়ারপুরের ভাইরাল হওয়া ওই ভিডিওয় দেখা গিয়েছে, মার্সিডিজ গাড়ি নিয়ে রেশন তুলতে এসেছেন এক ভদ্রলোক।

দারিদ্রসীমার নিচে থাকা মানুষদের জন্য যে রেশন দেওয়া হয়, সেই রেশনই তুলছেন তিনি। ২ টাকা কেজি দরের চাল-ডাল নিয়ে তাঁকে গাড়িতে তুলতে দেখে ক্ষুব্ধ নেটিজেনরা।

প্রশ্ন উঠছে, কী করে বিলাসবহুল দামি গাড়ির মালিক বিপিএল কার্ড পান?। স্বাভাবিক ভাবেই বিতর্কের মুখে পড়েছেন দোকানদার অমিত কুমারও। তবে তাঁর সাফ কথা, তাঁর পক্ষে আলাদা করে খতিয়ে দেখা সম্ভব হয়নি। ওই ব্যক্তির কাছে আইপিএল কার্ড ছিল।

আরো পড়ুন: iphone 14 লঞ্চ হতেই কিডনি বি’ক্রি’র প্র’ব’ণ’তা বেড়েছে! নেট’পা’ড়া’য় মিমের ছড়া’ছ’ড়ি

তাই সরকারি নির্দেশ মেনে তাঁকে তাঁর প্রাপ্য রেশন তিনি দিয়েছেন। বিতর্ক গড়াতেই মুখ খুলেছেন ওই ব্যক্তিও। তাঁর দাবি, ওই গাড়ি তাঁর নয়। মার্সিডিজটি তাঁর এক আত্মীয়ের। তিনি ভারতে থাকেন না। গাড়িটি এখানে রেখে গিয়েছেন তিনি।