সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পুরভোটের ডিউটি শে’ষ ক’রে ফিরেছিলেন কোয়ার্টারে, ম’র্মা’ন্তি’ক পরিণতি BDO-এর

হয়তো ঘন্টা খানেক আগেই ভোটের সমস্ত কাজ সেরে কোয়ার্টারে ফিরেছিলেন, কিন্তু ভোর হতেই অস্বাভাবিক মৃত্যু বিডিওর। কলকাতা পুর নির্বাচনের ডিউটি পরেছিল তার, সেই সব কাজ মিটিয়ে ঘরে ফেরা জয়নগর 2 নম্বর ব্লকের বিডিও মনোজ মল্লিকের। তার এই রহস্য মৃত্যু নিয়ে শুরু হয়েছে চাঞ্চল্য, যে ব্যক্তি ঘন্টা কিছু আগেই ভোটের কাজ সেরে নিজের কোয়ার্টারে ফিরেছে, তার এই অস্বাভাবিক মৃত্যু যা প্রশ্ন তুলছে সবার মনে।

কিন্তু পরবর্তীতে সমস্ত ব্যাপার জানতে পেরে বোঝা যায়, গতকাল রবিবার যোধপুর বয়েজ কলেজে ডিউটি পরেছিল তার।সেখান থেকেই ভোর রাত তিনটে নিজের কোয়ার্টারে ফেরেন তিনি। কিন্তু ঘরে ফিরেই তিনি অসুস্থতা বোধ করেন বলে জানা যায় তার ঘনিষ্ঠ মহল থেকে। অসুস্থতা বোধ করার সাথে সাথেই তাড়াহুড়ো করেই তাকে নিয়ে যাওয়া হয় শ্রীরামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালে, কিন্তু লাভ হয় না কিছুই। নিয়ে যাওয়ার সাথে সাথেই সেখানেই তিনি মারা যান। হঠাৎ করে এই ধরনের আকস্মিক মৃত্যু জব করছে সবাইকে। তার স্ত্রী ও দুই পুত্র কন্যা শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারে এমনকি তার সহকর্মীদের মনেও।

তার এই আকস্মিক মৃত্যুর খবর শুনতে পেয়ে হাসপাতালে ভর্তি হয় বারুইপুরের মহকুমা শাসক সুমন পোদ্দার, একাধিক বিডিও সহ আরও সহকর্মীরা। সকলেই তাঁর মৃত্যুর জন্য শোক প্রকাশ করেছেন। সকলকে একসাথে নিয়ে কাজ করতে ভালোবাসতেন তিনি, খুব জনপ্রিয় ভিডিও ছিলেন তিনি ও ভালো মনের মানুষও। ভোটের কাজ খুব চাপ নিয়ে শেষ করেছিলেন তিনি। তার মৃত্যুতে ব্লকের যে ক্ষতি হলো তা সত্যিই পূরণ করার নয়। তার সহকর্মীরা আরো জানায়, ব্লক নিয়ে খুব চিন্তা ভাবনা করতেন তিনি, দারুন চাপনিয়েও কাজ করতেন। ভোটের সমস্ত কাজ খুব প্রেসারে করেছেন তিনি। কিন্তু বাইরে থেকে বোঝা না গেলেও ভেতরে অনেকটাই ক্ষতি হয়েছিল তার, যার ফল পাওয়া গেলো।