সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ন্যাশনাল হাইওয়ে অথরিটির অধীনে নি’য়ো’গ শীঘ্রই! আবে’দন করবেন কিভাবে? রইলো ত’থ্য

চাকরি প্রার্থীদের জন্য হাজির আরেকটি সুবর্ণ সুযোগ। সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি বেড় করেছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার।ডেপুটি জেনারেল ম্যানেজার (টেকনিক্যাল) এবং জেনারেল ম্যানেজার (লিগ্যাল) পদে নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন অনলাইনের মাধ্যমে। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে বিশদে জানা যাবে এই চাকরির বিজ্ঞপ্তি।

আবেদনের তারিখ: আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ডেপুটেশনের ভিত্তিতে আবেদন শেষ তারিখ ১৫.০৫.২০২৩ এবং প্রমোশনের ভিত্তিতে আবেদনের শেষ তারিখ ০১.০৫.২০২৩। অনলাইনে মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে।

দুটি পদ মিলে মোট ৪২টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে ডেপুটি জেনারেল ম্যানেজার পদে (টেকনিক্যাল)- ৪১টি , জেনারেল ম্যানেজার পদে (লিগ্যাল)- ১টি ভাক্যান্সি রয়েছে।ডেপুটেশন ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের ৩ বছরের মেয়াদে নিয়োগ করা হবে।

আরো খবর: পাকিস্তানের মতো অবস্থা হ’তে পারে মার্কিন মুলুকের! কেন এমন আ’শ’ঙ্কা করা হচ্ছে?

বেতন: ডেপুটি জেনারেল ম্যানেজার (টেকনিক্যাল) পদের – পে স্কেল লেভেল ১২ (৭৮৮০০- ২০৯২০০ টাকা) এবং জেনারেল ম্যানেজার (লিগ্যাল)পদের – পে স্কেল ১৩ (১২৩১০০- ২১৫৯০০ টাকা) ।

বয়সসীমা: ডেপুটি জেনারেল ম্যানেজার (টেকনিক্যাল) পদে আবেদনের জন্য প্রার্থীদের নির্দিষ্ট কোনও বয়সসীমা নেই তবে জেনারেল ম্যানেজার (লিগ্যাল) পদে আবেদনকারী প্রার্থীদের বয়স ৫৬ বছর বেধে দেওয়া হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা: ডেপুটি জেনারেল ম্যানেজার (টেকনিক্যাল) পদের জন্য নির্দিষ্ট কোন শিক্ষাগত যোগ্যতার উল্লেখ করা নেই। তবে ডেপুটি জেনারেল ম্যানেজার (লিগ্যাল)- পদের জন্য প্রার্থীদের একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে আইনে ডিগ্রি থাকতে হবে।এর সঙ্গে পে গ্রেড ৩ (গ্রেড পে ৫৪০০ সহ) তে ১৪ বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।