সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাজ্যে রে’ক’র্ড কর্মসংস্থান! একের পর এক নতুন শিল্পের ক’থা তু’লে ধরলেন শিল্পমন্ত্রী

রাজ্যে শিল্প আনতে উদ্যোগী রাজ্য সরকার। শীঘ্রই এই রাজ্যে বেঙ্গল টেট পার্কে ডেটা সেন্টারের কাজ শুরু করবে আদানি সংস্থা। এছাড়া খড়গপুর সাইকেল হাবে চারটি সংস্থা সাইকেল কারখানা শুরু হবে।

নবান্নে মন্ত্রিসভা বৈঠকের পর বিধানসভায় সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন রাজ্যের বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন এর ফলে কর্মসংস্থান আরো অনেক বৃদ্ধি পাবে।

বাংলায় শিল্প স্থাপনের জন্য এপ্রিল মাসের দুদিনের বেঙ্গল বিজনেস সামিটের আয়োজন করা হয়েছিল। এই বৈঠকের দেশ-বিদেশের শিল্পপতিরা উপস্থিত ছিলেন। প্রায় 3 লক্ষ বিয়াল্লিশ হাজার 375 কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে এই বৈঠকে।

আরো পড়ুন: যখন যেটি ই’চ্ছে হ’চ্ছে সেই সাবানই কিনছেন? নিজের সমস্যা নিজেই ডে’কে আনছেন!

সম্মেলনে উপস্থিত ছিলেন আদানি, গোয়েঙ্কাদের মত শিল্পগোষ্ঠীগুলো। এর আগে নবান্নে গৌতম আদানির সঙ্গে পৃথকভাবে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পাচ্ছ তো কথাই বলেছেন নিউটাউনের সিলিকন ভ্যালিতে ফ্রিতে রাজ্য বেঙ্গল টেক পার্কের হাইপার স্কেল ডাটাসেন্টার তৈরি করার জন্য কাজ শুরু হবে। মোট 51.75 একর জমিতে কাজ হবে বলে জানানো হয়েছে।

এতে প্রচুর কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। যার ফলে রাজ্যের অর্থনীতির উন্নতি হবে। 5 একর করে জায়গা নিয়ে চারটি সংস্থা সাইকেল উৎপাদনের কারখানা তৈরি করবে।

এখানে প্রাথমিকভাবে 10 কোটি টাকা লগ্নি এবং 150 জনের কর্মসংস্থান হবে বলে জানা যাচ্ছে। প্রত্যেক বছর শিল্প সম্মেলন হওয়া নিয়ে কার্যত বিরোধীদের কটাক্ষের মুখে পড়তে হয় রাজ্য সরকারকে।

অবশেষে শিল্প সম্মেলনের শেষ দিনে মুখ্যমন্ত্রী জানিয়েছেন 137 টি মৌ স্বাক্ষরিত হয়েছে। এই বিনিয়োগের 40 লক্ষের বেশি কর্মসংস্থান হওয়ার আশা রয়েছে। সোমবার রাজ্যের নতুন শিল্পোদ্যোগের কথা জানিয়ে দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।