সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গাড়ির জন্য রাস্তা পা’ড় হ’তে পারছে না ইঁদুর! উ’দ্ধা’র করতে এগিয়ে এ’লো কাক, অ’দ্ভু’ত ভিডিও ভাইরাল

আমাদের হাতে স্মার্টফোন থাকার ফলে এমন দৃশ্য আমাদের চোখে পড়ে যা আগে হয়তো আমাদের চোখে পড়তো কিন্তু স্মার্ট ফোন না থাকার ফলে সকলকে দেখাতে পারতাম না আমরা। আজ আমার একটা বন্ধুত্বের কথা বলব, যা দেখলে এবং শুনলে আপনি অবাক হয়ে যাবেন।

অনেক সময় হয়তো রাস্তায় মরা ইঁদুর পড়ে থাকলে দেখবেন তাকে কুরে কুরে খাচ্ছে বিড়াল অথবা কাক। কিন্তু সেটা তো প্রকৃতির নিয়ম। জীবন্ত অবস্থায় এই কাক যে কাক যে একটি ইঁদুরকে প্রাণের বাঁচাতে পারে, তা হয়তো এতদিন ছিল ধারণার বাইরে।

এমন একটি অকল্পনীয় বন্ধুত্বের দৃশ্য সম্প্রতি সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হলো। আইপিএস অফিসার দীপ্তাংশু কাবরা সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করেছেন যা ঝরের গতিতে ভাইরাল হয়ে গেছে।

আরো পড়ুন: FIR-এ না’ম না থাকলেও অভিযুক্তকে সমন পা’ঠা’তে পারবেন ম্যাজিস্ট্রেট, ব’ড়ো ক্ষ’ম’তা দি’লো SC

ভিডিওতে দেখা যাচ্ছে, এটি বাস্তুর রাস্তায় একাধিক গাড়ি ছুটে চলে যাচ্ছে আপন বেগে। গাড়িগুলির হুশ নেই রাস্তায় কি রয়েছে।এমন সময় দেখা গেলো রাস্তায় একটি ইঁদুর গাড়ি নিয়ে রাস্তা পার হবার চেষ্টা করছে কিন্তু ভিড় সামলে কিছুতেই রাস্তা পার হতে পারচে না সে।

কোনরকমে টালমাটাল হয়ে যেই না সে রাস্তা পার হতে যাচ্ছে, অমনি তার লেজ ধরে টেনে ধরলো একটি কাক। সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিয়ে এল তাকে। মুহুর্তের মধ্যে গাড়ির চাকায় পিষ্ঠ যাওয়ার হাত থেকে ইঁদুরটিকে রক্ষা করল একটি কাক।

আমাকে কি বুদ্ধিমত্তার পরিচয় শুধুমাত্র যে মানুষ নয় পশুপাখি দিতে পারে তা আরও একবার প্রমাণিত হয়ে গেল। ভিডিওটি শেয়ার করে আইপিএস অফিসার লিখেছেন চমৎকার। কয়েক মুহূর্তের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে যায় এবং অসংখ্য মানুষ ভিডিওটি কে লাইক করেন এবং নিজেদের ভালোবাসা উজাড় করে দেন।