সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রামকৃষ্ণ মিশনের ভাইস প্রেসিডেন্ট স্বামী প্রভানন্দজী মহারাজ প্র’য়া’ত হলেন

জীবনাবসান ঘটল রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাইস প্রেসিডেন্ট স্বামী প্রভানন্দজী মহারাজের। শিশু মঙ্গল হাসপাতালে শনিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে তিনি ইহলোক ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। চিকিসকেরা জানিয়েছেন বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তাঁর প্রয়াণ ঘটেছে।সূত্রে খবর , রবিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত বেলুড়ে শায়িত থাকবে তাঁর নিথর দেহ।

বেশকিছু দিন ধরেই শারীরিক অসুস্থতার কারণে তিনি ভর্তি ছিলেন হাসপাতালে । তাঁর ভক্তরা জানিয়েছেন অত্যন্ত স্নেহপ্রবণ ছিলেন প্রভানন্দ মহারাজ। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে অনুরাগীদের মনে। বেশকিছুটা সময় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের প্রধান শিক্ষক পদে ছিলেন তিনি।

এমনকি গোলপার্ক রামকৃষ্ণ মিশনের দায়িত্বও সামলেছেন। রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাইস প্রেসিডেন্ট পদেও কাজ করেছেন তিনি। লেখালেখির সঙ্গেও যুক্ত ছিলেন। কিছু বইও রয়েছে তাঁর লেখা।

আরো খবর: স্বল্প সঞ্চয়ে কত হারে সুদ বৃ’দ্ধি পেলো? NSC-MIS থেকে কত বে’শি সুদ মিলবে?

প্রথম জীবনে তিনি বরুণ বলে পরিচিত ছিলেন। রামকৃষ্ণ মিশনের প্রবেশের পরে তাঁর নামকরণ হয়েছিল প্রভানন্দজী। সাইকোলজি বিষয়ে তিনি পড়াশোনা করেছেন। পড়াশোনা করার সময় স্বামী লোকেশ্বরানন্দ মহারাজের সঙ্গে তাঁর পরিচয় হয়।এরপরেই ধীরে ধীরে স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হতে শুরু করেন তিনি।