সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বৃষ্টির দিন শে’ষ, শীতের আগমনী বা’র্তা, সময় মা’ত্র ৭২ ঘন্টা!

সম্প্রতি ঘূর্ণিঝড়ের প্রভাবে নিম্নচাপ সৃষ্টি হয়েছিল গোটা দক্ষিণবঙ্গে। সেই নিম্নচাপ কেটে গেলেও এখনো পর্যন্ত আকাশের মুখ ভার। সম্প্রতি জলীয়বাষ্পের কারণে দুই দিন আরও বেশি বৃষ্টি হলো কলকাতা এবং দক্ষিণবঙ্গের একাধিক এলাকায়। এবার মেয়ে কাটতে না কাটতেই শীতের আগমনী বার্তা অবশেষে শোনাতে পারলে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী দু-তিন দিনের মধ্যেই এক ধাক্কায় তাপমাত্রা কমে যাবে প্রায় ৩ থেকে ৪ ডিগ্রি। এবার পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় পাকাপাকিভাবে চলে আসবে শীতের আমেজ। অবশ্য দিনের তাপমাত্রা একই থাকবে বলে মনে করছেন আবহাওয়া দপ্তর।

গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রী সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার ভোরের দিকে কুয়াশার পরিমাণ অনেকটাই বেশি ছিল, তবে বেলা বাড়তে ঝলমলে আকাশ দেখা যায়। এদিকে শীতের আমেজ অনুভব করলেও জাঁকিয়ে ঠান্ডা পরার জন্য আরও কিছুটা অপেক্ষা করতে হবে রাজ্যবাসীকে, এমনটাই পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া দপ্তর।

আবহা দপ্তর জানিয়েছেন, বৃষ্টি চলে যাবার পর আবহাওয়া আপাতত শুষ্ক থাকবে। উত্তুরে হাওয়া হাওয়া ঢুকে যাবে রাজ্যে। আগামী সপ্তাহের মধ্যেই তাপমাত্রা অনেকটাই নিচে নেমে আসবে বলে মনে করা হচ্ছে। যে শীতের জন্য এতদিন অপেক্ষা করে ছিল সম্পূর্ণ ভারতবাসী সেই শীত আস্তে আস্তে ফিরে আসতে চলেছে মানুষের জীবনে। তাই এই খবর শুনে বেশ কিছুটা খুশি সাধারণ মানুষ।