সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আবর্জনার স্তূ’পে থা’কা কালো ব্যাগ খুলতেই বে’রি’য়ে এ’লো পাইথন, এরপর যা হলো

রাস্তার পাশে ডাস্টবিন ডাস্টবিনের মধ্যে পড়ে থাকা কালো রঙের প্লাস্টিক খুলতেই চমকে উঠলেন সবাই! কী এমন ছিল প্লাস্টিকে? যা দেখে আঁতকে উঠলো সবাইমিলে। আসুন জানা যাক্ ইতিমধ্যে এই খবরটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।

প্রথমেই বলে রাখা ভাল, এই পৃথিবীতে যেমন মানুষ রয়েছে তেমনি রয়েছে আরও নানা প্রাণী, কিছু তাদের মধ্যে অনেকের পোষ্য হিসাবেও থাকেন তাঁদের কাছেই, তারা প্রাণের অধিক তাদের পোষ্যকে ভালোবাসেন, তাঁরা নিজের সন্তানের মতো তাদের ভালোবাসেন, যত্ন নেন, কিন্তু অপর দিকে এমনও মানুষ আছে যারা সাধারণ মানুষকে অনেক নীচু চোখে দেখেন।

তাঁরা পোষ্যদেরও তেমনই মনে করেন। তেমনি এক ব্যক্তির কথা বলব, যিনি কালো প্লাস্টিকে মুড়ে দীর্ঘদিনের তার পোষ্য সাপটিকে ফেলে দেন রাস্তার পাশের ডাস্টবিনে।

আরো পড়ুন: টাকা ধার দেওয়া বন্ধুকে থানায় ঢু’কি’য়ে পে’টা’লে’ন হিরো আলম, ঠিক কি হয়েছিল জানুন

পরদিন সাফাই কর্মীরা এসে ডাস্টবিনের সেই কালো প্লাস্টিক খুলতেই ভয়ে চিৎকার করে ওঠেন যদিও করে ওঠাই স্বাভাবিক, তাঁরা ভেবেছিলেন সেটি জীবন্ত, পরে বোঝেন তা মৃত, বর্তমানে সেই সাপটি সাফাই কর্মীদের হেফাজতে রাখা হয়েছে।

আপাতত মালিকের খোঁজ চলছে, সাপটি হলেন বার্মিজ পাইথন, যা বিরল প্রজাতি একটি ময়াল সাপ। তবে এ ঘটনা নতুন নয়,এর আগেও ২০২০ সালে এক ব্যক্তি প্রায় ৬ ফুট লম্বা পোষ্য সাপটিকে কিভাবে আবর্জনা ফেলে দিয়েছিলেন বলেও খবর পাওয়া গেছে।

ইতিমধ্যে এই খবরটি সোশ্যাল মিডিয়ায় আসামাত্রই অনেকেই অবাক হয়েছেন এবং মালিকের সম্পর্কে নানান রকম কথাবার্তা বলছেন অনেকে, কারণ মৃত্যুর পর তাকে কবর দেয়া উচিৎ ছিল, তা না করে তিনি এভাবে ডাস্টবিনে ফেলে দিয়েছেন যা কখনই যুক্তিযুক্ত নয়।