সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বড়োদিনের আ’গে প্রধানমন্ত্রী মোদিকে ফোন করলেন পুতিন, ব্যাপারটা কি?

ইউক্রেন যুদ্ধের মধ্যেই আরো একবার নরেন্দ্র মোদির সঙ্গে কথা বললেন রুশ প্রেসিডেন্ট পুতিন। শুক্রবার টেলিফোনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছেন তিনি। পরে ক্রেমলিনের তরফ থেকে এই কথা জানানো হয়। সূত্রের খবর অনুযায়ী, ভারত রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক, ইউক্রেন যুদ্ধ, প্রতিরক্ষা এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন রুস প্রেসিডেন্ট।

চলতি বছরের সেপ্টেম্বর মাসেই সাখ্যাই কু-অপারেশন অর্গানাইজেশন। বৈঠকে যোগ দিতে গিয়ে উজবেকিস্তান সমরখন্দ গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে রুস প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। ওই বৈঠকে পুতিনকে এটি যুদ্ধের যুগ নয় বলে সতর্ক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ওই ঘটনার ঠিক আড়াই মাসের মাথায় আরো একবার প্রধানমন্ত্রী মোদিকে ফোন করলেন রুস প্রেসিডেন্ট। গত ফেব্রুয়ারি মাসে ইউক্রেন আক্রমণ করেছিল রাশিয়া দশ মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত যুদ্ধ অবিরত রয়েছে দুই দেশের মধ্যে। এর মধ্যে বড়দিন চলে আসায় রাশিয়াকে যুদ্ধ বিরতির জন্য অনুরোধ করা হয়েছিল কিন্তু সেই অনুরোধ উড়িয়ে দিয়েছেন মস্কো।

আরো খবর: বিশ্বের সবচেয়ে “নিঃসঙ্গ” বাড়ি হলো এটি, চারিদিকে শুধুই জল, কে বানিয়েছেন এটি?

উল্টে ক্রেমলিনের তরফ থেকে জানানো হয়েছিল, বড়দিন এলে যুদ্ধের প্রবণতা আর বেড়ে যাবে। এই বিষয় নিয়ে বৃহস্পতিবার তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছিলেন এক রুশ কমান্ডার। তিনি বলেছিলেন, এখনো গোটা ইউক্রেন দখলের পরিকল্পনা থেকে এক ইঞ্চি সরে আসেনি মস্কো। অন্যদিকে রাশিয়াকে ঠকানোর জন্য একের পর এক নিষেধাজ্ঞা চাপিয়ে চলেছে পশ্চিমের দুনিয়া।

সম্প্রতি রাশিয়ার তেলের দাম নিয়ন্ত্রণের চেষ্টা করছে তারা। বর্তমানে রাশিয়ার থেকে কম দামি অপরিশোধিত তেল কিনছে ভারত। এমন পরিস্থিতি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে রুশ প্রেসিডেন্টের কথা বলা ভীষণ তাৎপর্যপূর্ন বলে মনে করা হচ্ছে।