সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পুজোর মুখেই ফের জ’ল্প’না! ব’কে’য়া DA Arrear দেওয়া হতে পারে

মহার্ঘ ভাতা বৃদ্ধির পর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এবার আরও বড় সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র সরকার। সরকারি কর্মচারীদের জন্য DA এরিয়ারের টাকা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এতে কার্যত উৎসবের মুহুর্তে বড়োসড়ো সুখবর পেয়ে গেলেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা।

প্রসঙ্গত উল্লেখ্য, সরকারি কর্মচারীদের শেষ 18 মাসের এরিয়ার এখনও বাকি। তাই শীঘ্রই আবার সেই বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় সরকার। এদিকে কেন্দ্রের ঘোষণা অনুসারে বর্ধিত মহার্ঘভাতা ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের একাউন্টে ঢুকতে শুরু করেছে। 28% DA পেলেও এরিয়ারে কোনও বদল না আসায় বড় অঙ্কের পারিশ্রমিক থেকে এতদিন বঞ্চিত ছিলেন তারা।

যদি কেন্দ্র এই বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেয় তাহলে দেশের অন্ততপক্ষে এক কোটি সরকারি কর্মচারী এবং পেনশন উপভোক্তা পাবেন বিশেষ সুবিধা। এদিকে মহার্ঘভাতার 3 কিস্তির টাকা ইতিমধ্যেই দিতে শুরু করেছে কেন্দ্র। জানুয়ারি 2020, জুলাই 2020 এবং জানুয়ারি 2021 এর কিস্তি ক্লিয়ার করা হয়েছে জুলাই মাসের 28 তারিখ।

এই বর্ধিত মহার্ঘভাতা কার্যত সেপ্টেম্বর মাস থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের একাউন্টে ঢুকতে শুরু করেছে। তবে চলতি বছরে অবশ্য জুলাই মাসের কিস্তি এখনো বাকি আছে। DA ছাড়াও সরকারি কর্মচারীদের HRA- ও বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।