সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

HAL-র নয়া হেলিকপ্টার কারখানার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্নাটকের তুমাকুরুতে Hindustan Aeronautics Limited বা HAL-র নতুন কপ্টার কারখানার উদ্বোধন করেন। ৬১৫ একর জমির উপর গড়ে ওঠা এই কারখানায় তৈরি হবে বিভিন্ন ধরনের কপ্টার। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, প্রথম পর্যায়ে এখানে বছরে ৩০টি করে কপ্টার তৈরি হবে বলে। পরবর্তীকালে এই সংখ্যা বাড়িয়ে ৬০ বা ৯০ করা হবে।

এখানে তৈরি হবে পাঁচ থেকে ছ’রকমের কপ্টার। এর মধ্যে রয়েছে Light Utility Helicopter বা LUH। ইতিমধ্যে ভারতীয় ফৌজ ও বায়ুসেনার তরফে ৬টি করে এই কপ্টার তৈরির অর্ডার দেওয়া হয়েছে। দুই পাইলট বিশিষ্ট এই কপ্টারে মোট ৬ জনের বসার জায়গা রয়েছে।

সমুদ্রপৃষ্ঠ থেকে ২১ হাজার ফিটেরও বেশি উচ্চতায় ঘণ্টায় ২৫০ কিমি বেগে উড়তে পারে LUH। এক নাগাড়ে উড়ে ৩৫০ কিমির বেশি পথ অতিক্রম করতে পারে এই কপ্টার। HAL-র তৈরি Light Combat Helicopter বা LCH অতি সম্প্রতি হাতে পেয়েছে ভারতীয় সেনা ও বায়ুসেনা।

আরো খবর: সেরা ১০ গাড়ির ম’ধ্যে ৭টিই মারুতি সুজুকির

এই কপ্টারের পোশাকি নাম ‘প্রচন্ড’। এখনও পর্যন্ত মোট ৮টি LCH প্রচন্ড তৈরি করেছে HAL। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, এই ধরনের মোট ১৫টি কপ্টার তৈরি করা হবে। দুই পাইলট বিশিষ্ট এই কপ্টার ৭০০ কেজি অস্ত্র বহনে সক্ষম। এতে আছে ২০ মিলিমিটারের কামান।

এছাড়াও রকেট, মিসাইল ও বম্ব নিয়ে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ৬৫ হাজার ফুট উচ্চতায় এক নাগাড়ে ৩ ঘণ্টার বেশি উড়তে পারে LCH ‘প্রচন্ড’। এই কপ্টারের সর্বাধিক বেগ ঘণ্টায় ২৬৮ কিমি। বর্তমানে সেনার কাছে ‘রুদ্র’ কপ্টার রয়েছে ৭৫টি। এই ধরনের ১৬টি কপ্টার রয়েছে বায়ুসেনার হাতে।