Home দেশ এসি-ফ্রিজ-ওয়াসিং মেশিনের দাম বি’পু’ল হা’রে বা’ড়’তে চলেছে, নতুন বছরের শুরুতেই ব’ড় ধা’ক্কা

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এসি-ফ্রিজ-ওয়াসিং মেশিনের দাম বি’পু’ল হা’রে বা’ড়’তে চলেছে, নতুন বছরের শুরুতেই ব’ড় ধা’ক্কা

বর্তমানে পেট্রোল ডিজেলের দাম আকাশ ছোঁয়া। ইতিমধ্যেই দেশের সব জায়গাতেই পেট্রোল সেঞ্চুরি হাঁকিয়েছে। দাম বৃদ্ধির কারণে সাধারণ মানুষের নাজেহাল দশা। রাজ্য ও কেন্দ্র দাম কমানোর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেও তেমন একটা প্রভাব পরছে না দামে। এই জ্বালানির দাম বৃদ্ধির ফলে সমস্ত পণ্যের দামও বেড়ে যাচ্ছে অনবরত। আর নতুন বছরে নতুন এক ধাক্কা পেতে চলেছে সাধারণ মানুষ। কাঁচামাল সহ বিভিন্ন পণ্যের দাম আগামী কিছুদিনের মধ্যেই বাড়তে চলেছে , যার মধ্যে রয়েছে এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন। মনে করা হচ্ছে 2022 সালে ওয়াশিং মেশিনের দাম ২০-২২% এর মতো বাড়তে চলেছে। এখানেই শেষ নয়।

সোনি, গোদ্রেজ, হিটাচি, প্যানাসনিক,এলজি হেয়ার সব ব্র্যান্ডের দাম বাড়তে চলেছে। এই নিয়ে সম্প্রতি সিয়ামার প্রেসিডেন্ট এরিক ব্যাগানজা জানিয়েছেন, আগামী ফার্স্ট কোয়ার্টারে ইলেকট্রনিক জিনিসের দাম ৫-৭ % বৃদ্ধি হতে চলেছে। মূল কারণ একটাই কাঁচামাল ও পণ্য পরিবহণের দাম বৃদ্ধি পাওয়ার জন্যই ক্রেতাদের কাধে বন্দুক রেখেই বন্দুক ফাটাতে হবে সংস্থাগুলোর।

এদিকে আবার হায়ার এপ্লায়েন্সের প্রেসিডেন্ট সতীশ এন এস জানিয়েছেন, সবার প্রথমে বলতেই হবে পণ্য পরিবহণ, কাঁচামালের মূল্য বৃদ্ধি, বিভিন্ন কমোডিটি সব কিছুর জন্যি ফ্রিজ, ওয়াশিং মেশিন, এসির দাম বাড়তে চলেছে। ৩-৫ % র মতো।এখন পরিস্থিতির ওপরে নির্ভর করেই এই দাম বৃদ্ধি, সামনে আরও বাড়ানোর চিন্তা ভাবনা করছে সংস্থা। এলজির তরফ থেকে জানানো হয়েছে, যতটা সম্ভব গ্রাহকদের ওপর দামের বোঝা যাতে কম পরে সেই চেষ্টা করছে সংস্থা। কিন্তু আমাদের হাতে কিছুই নেই, দাম বাড়াতে আমরা বাধ্য।