সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বছরের শুরুতেই দু’র্দা’ন্ত খবর দিলো পোস্ট অফিস, বাড়লো সু’দে’র হা’র, জানুন বি’শ’দে

নতুন বছর তো পড়লো কিন্তু নতুন বছরে ভালো কিছু ঘটলো কি? অনেকেই বলবেন কই কিছুই তো ভালো ঘটেনি। কিন্তু যাদের পোষ্ট অফিসে স্কিম রয়েছে তাদের অবশ্যই ভালো কিছু ঘটেছে। কারন পোষ্ট অফিসে সুদের হার কিছুদিন আগে ব্যাংকের মতোই কমিয়ে দিয়ে থাকলেও নতুন বছরে ইন্ডিয়ান পোস্ট অফিস থেকে সুদের হার বাড়ানোর কথা জানানো হয়েছে।

নতুন বছরে সাধারণ নাগরিকদের জন্য তাই সুখবর নিয়ে হাজির ভারতীয় ডাক বিভাগ। খুব স্বল্প সঞ্চয়েই বাড়ল সুদের হার। কোন যোজনায় কতটা আয় বাড়ল আসুন দেখে নেওয়া যাক। জানা যাচ্ছে বয়স্ক মানুষদের জন্য যে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম রয়েছে তাতে আগে সুদ পাওয়া যেত ৭.৬ শতাংশ। সেই সুদ বেড়ে হয়েছে ৮ শতাংশ।

এরপর এনএসসি যোজনায় আগের সুদের হার ছিল ৬.৮শতাংশ এখন বেড়ে হয়েছে ৭ শতাংশ। এছাড়াও যাদের ৫ বছরের জন্য সেভিংস স্কিম রয়েছে তাদের জন্য ৬.৭ শতাংশ সুদ টা বেড়ে হয়েছে ৭ শতাংশ। ৩ বছরের জন্য বানানো সেভিংস স্কিমটিতে আগে সুদ ছিল ৫.৮ শতাংশ যা পরে বেড়ে হয়েছে ৬.৯ শতাংশ।

আরো খবর: Viral: মাত্র ১৮ লক্ষ টা’কা’য় মানুষ এক ধা’ক্কা’য় হলেন নেকড়ে!

এক বছরের জন্য সেভিংস স্কিমতে আগে সুদ ছিল ৫.৫ শতাংশ পরে বেড়ে হয়েছে ৬.৬ শতাংশ। আর এই সব কত যোজনার সুদ বৃদ্ধি নতুন বছরের পয়লা দিন থেকেই শুরু হয়ে গেলো বলে জানা যাচ্ছে। তাই যাদের পোস্ট অফিসের এমন স্কিম রয়েছে তাদের জন্য অবশ্যই সুখবর। নতুন বছরে আরো বেশি কিছু টাকা তাদের হতে আসবে বলে মনে করা যায়।