সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ডেলিভারি বয়’কে বা’ই’ক কি’নে দি’য়ে দা’রু’ণ প্র’শং’সা কু’ড়া’লো পু’লি’শ স’দ’স্য’রা

ডেলিভারি বয়কে বাইক কিনে দিয়ে দারুণ প্রশংসা কুড়ালো পুলিশ সদস্যরা

আমরা সবাই জানি দেশের মধ্যে সবথেকে ক্লিনেস্ট সিটি মধ্যপ্রদেশের ইন্দোর। কিন্তু সেখানকার মানুষের মনও যে এত পরিষ্কার সেটা হয়ত এই প্রতিবেদন না পরলে জানতে পারবেন না। এবার ইন্দোর পুলিশের উদারতার কথা সামনে এল স্যোশাল মিডিয়ায়। যা শুনে একবারে বিশ্বাস হয়ত আপনিও না করতে পারেন। তবে হ্যা এই ঘটনা মানুষের মুখে হাসি ফোটাতে বাধ্য।

আমরা সবাই জানি আজকাল আমরা ঘরে বসেই খাবার অর্ডার করতে পারি। আর সেই অর্ডার করা খাবার কিছুক্ষণের মধ্যেই পৌছে যায় আমাদের দোরগোড়ায়। কিন্তু সেটা সম্ভব একজন ডেলিভারী বয়ের ওপরে। সম্প্রতি ইন্দোরের এক ডেলিভারী বয়ের জন্য বিজয় নগর পুলিশ যে উদ্যোগ গ্রহণ করল, সেটা সত্যি বিরল।

ইতিমধ্যেই সেই বিষয় নিয়ে স্যোশাল মিডিয়ায় শোরগোল পরে গেছে। কারন জয় হালদে নামক এক ডেলিভারী বয়, যেকিনা জোমাটো তে কাজ করে। জয় এই প্রচন্ড গরমের মধ্যে সাইকেল চালিয়েই ডেলিভারি করে থাকে। কিন্তু দুনিয়াতে যে তাঁর কষ্টের মুল্য দেওয়া মানুষ রয়েছে, সেটার প্রমাণ পাওয়া গেছে।

সম্প্রতি বিজয় নগর থানার ইনচার্জ তেহজিব কাজী ও অন্যান্য পুলিশ সদস্যেরা জয়কে সাইকেলে খাবার ডেলিভারি দিতে দেখেন। তারপরে তাঁর আর্থিক অবস্থা সম্পর্কে অবগত হয় পুলিশরা। যা দেখে সত্যি আবেগ প্রবণ হয়ে পরে পুলিশ সদস্যরা। এরপরেই তারা সিদ্ধান্ত নেয়, জয়কে সাহায্য করার। সমস্ত পুলিশ কর্মীরা নিজেদের থেকে অর্থ দিয়ে সেই ডেলিভারী বয় জয়কে একটি বাইক কিনে দেয়। যেটা নিয়েই স্যোশাল মিডিয়ায় দারুণ প্রশংসা কামাচ্ছে পুলিশ সদস্যরা।