সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

৫ বছরের মেয়ের মুখে বি’ষা’ক্ত সাপের কা’ম’ড়! ঘটে গেল মারাত্মক ঘ’ট’না

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমন একটি ঘটনার ভিডিও যা দেখে চক্ষু চড়কগাছ দর্শকদের। ভিডিওটি দেখলে আপনারও কিছু উপকার হতে পারে। আপনিও সাবধান এবং সচেতন হয়ে উঠতে পারেন। সুদূর রাশিয়ার এক চিড়িয়াখানায় ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, ৫ বছর বয়সী এক মেয়ে এবং তার মা রাশিয়ার ইয়েকাটারিনবার্গের বাটারফ্লাই পার্কে ঘুরতে গিয়েছিলেন। মেয়েটির নাম ভিক্টোরিয়া। সেখানকার কর্মীরা মজার ছলে সেই শিশুটির গলায় একটি ছোট সাদা সাপ রেখেছিলেন। কিন্তু তারপরেই ঘটে যায় এক ভয়ানক কাণ্ড। আচমকা সাপটি শিশুটিকে কামড়ে দেয়। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে চাপিয়ে শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মেয়েটির বাবা ভ্লাদিমির এ প্রসঙ্গে বলেন, “চিড়িয়াখানার কর্মীরা তাঁদের বলেছিল যে সাপটি নিরীহ, সে মানুষকে আক্রমণ করে না। কিন্তু তবুও ভিক্টোরিয়াকে আচমকাই আক্রমণ করে বসল।” কারণ অনুসন্ধানে বোঝা গিয়েছে ভিক্টোরিয়া সম্ভবত সাপটিকে ছোঁয়ার আগে একটি মুরগিকে স্পর্শ করেছিল এবং সেই গন্ধের কারণেই সাপটি তাকে আক্রমণ করে। আর সাপ যেহেতু গন্ধের প্রতি খুবই সংবেদনশীল, তাই মেয়েটির শরীরে মুরগির গন্ধ পেয়ে তাকে আক্রমণ করে বসে – এমনটাই জানাচ্ছেন সর্প বিশেষজ্ঞ একাতেরিনা উভারোভা।

সাধারণত এই ধরণের সাপ আফ্রিকাতে দেখতে পাওয়া যায়। সাপটি বিষাক্ত ছিল ঠিকই তবে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে এই ঘটনায় শিশুটির কোনো বড় ক্ষতি হয়নি। সে এখন সুস্থ আছে।