সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মালদা জে’লা ক্রী’ড়া সংস্থা’র ক্রী’ড়া প্রে’মী ও খে’লো’য়া’ড়’দে’র উ’দ্যো’গে বৃ’ক্ষ রো’প’ন

মালদা জেলা ক্রীড়া সংস্থার ক্রীড়া প্রেমী ও খেলোয়াড়দের উদ্যোগে বৃক্ষ রোপন

মালদা,২৮ জুলাই : মালদা জেলা ক্রীড়া সংস্থার ক্রীড়া প্রেমী ও খেলোয়াড়দের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠান। ‘একটি গাছ একটি প্রাণ’এই শ্লোগান কে সামনে রেখে বৃহস্পতিবার সকালে মালদা জেলা ক্রীড়া সংস্থা ময়দানে বিভিন্ন ধরনের বৃক্ষ রোপন করা হয়।
বৃক্ষ রোপন করেন মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়া প্রেমী সঞ্জয় দাস, কিরন মুখার্জি, সুফল কর্মকার সহ অন্যান্য খেলোয়াড়রা।

সাধারণ সম্পাদকের দায়িত্ব নেওয়ার পর জেলায় খেলার মানকে উন্নত করার পাশাপাশি উচ্চ স্তম্ভ বাতি, সুসজ্জিত গ্যালারি, আধুনিক সুইমিং পুল সহ বেশ কিছু জিনিস নতুন করে সাজিয়ে তোলার উদ্যোগ নেন কৃষ্ণেন্দু বাবু। এদিন জেলা ক্রীড়া সংস্থার ময়দান এলাকায় বৃক্ষ রোপন করা হয়।

এই বিষয়ে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, ক্রীড়া প্রেমী ও খেলোয়াড়দের উদ্যোগে বৃক্ষ রোপন করা হয়। বৃক্ষ রোপন করা খুব প্রয়োজন। দুই বছর করোনা শিখিয়ে দিয়েছে অক্সিজেন কতটা প্রয়োজন। আরও বেশি করে গাছ লাগাতে সাধারণ মানুষকে উৎসাহিত করেন তিনি।