সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আ’র্থি’ক দিক দি’য়ে শক্তিশালী পায়রা, শুধু দোকান ভা’ড়া দিয়েই লাখপতি! জানুন সম্পত্তির প’রি’মা’ণ

অর্থ-সম্পত্তি শুধুই কি মানুষের প্রয়োজন? পশুপাখিদেরও তো প্রয়োজন! একজন মানুষের কাছে যেমন লক্ষ লক্ষ টাকার সম্পত্তি থাকতে পারে, তেমনি পশুপাখিদের কাছেও থাকতে পারে লক্ষ টাকার সম্পত্তি। এই যেমন সম্প্রতি ভারতবর্ষের একটি পায়রার সম্পত্তির হদিশ পাওয়া গেছে। সে নাকি লাখপতি।

রাজস্থানের নওগড়েরর ছোট্ট শহর জাসনগরের পায়রারা প্রতিমাসে বিপুল পরিমাণ সম্পত্তি আয় করে। তাদের কাছে লক্ষাধিক টাকার সম্পত্তিও রয়েছে। স্থানীয়দের মতে এখানকার পায়রাদের সম্পত্তির পরিমাণ এক কোটি টাকা। এই এলাকাতে প্রায় 27 টি দোকান রয়েছে পায়রাদের নামে। যেখানে মোট 126 বিঘা জমি রয়েছে। ব্যাংকে তাদের নামে 30 লক্ষ টাকা গচ্ছিত রয়েছে।

10 বিঘা জমির উপরে তৈরি হয়েছে 400 টি গোশালা। গরুর রক্ষণাবেক্ষণের জন্য জায়গা করা হয়েছে সেখানে। সেখানে দুগ্ধজাত পণ্য বিক্রি করা হয়। দোকান গুলি থেকে 80 হাজার টাকা উপার্জন হয় পায়রাদের। দোকান ভাড়া দিয়ে লক্ষ লক্ষ টাকা রোজগার করে এই পাখিরা। যেখান থেকে পায়রাদের দেখাশোনার জন্য কিছু টাকা খরচ করা হয়। বাকি টাকা দান করে দেওয়া হয়।

বাকি যে টাকা থাকে তা ব্যাংকে কবুতরণ ট্রাস্টের নামে গচ্ছিত রেখে দেওয়া হয়। প্রায় চার দশক আগে পায়রাদের রক্ষণাবেক্ষণের জন্য এক শিল্পপতি এই ট্রাস্ট গঠন করেছিলেন। অসহায় পাখিদের খাবার এবং জলের অসুবিধে যাতে না হয় সেই কারণে কিছু পুঁজি দিয়ে এই ট্রাস্ট গড়ে তোলা হয়েছিল। যা আজ বিপুল সম্পত্তিতে পর্যবসিত হয়েছে।