সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মানুষ আমাদের দায়িত্বশীল বি’রো’ধী পা’র্টি হিসেবে দে’খ’তে চায়, বললেন দিলীপ ঘোষ

একুশের বিধানসভা নির্বাচনে রাজ্যে ক্ষমতায় আসার স্বপ্ন দেখলেও বিজেপি সেই স্বপ্ন কার্যত অধরাই থেকে গিয়েছে। ২০০ আসনে জয়লাভ করার লক্ষ্যমাত্রা নিয়ে এগোলেও কার্যত অর্ধেক আসনেও জয়লাভ করতে পারেনি বিজেপি। বর্তমানে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী শক্তি বিজেপি। এমতাবস্থায় দলের অভ্যন্তরেই চলছে কাদা ছোঁড়াছুঁড়ির পর্ব। তবে মানুষের রায় শিরোধার্য বলেই বিবেচনা করছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

তার বক্তব্য, জনগণ বিজেপিকে বিধানসভায় বিরোধী দল হিসেবে পাঠিয়েছেন। তাই মানুষের অধিকার নিয়ে লড়াই চালিয়ে যাবে বিজেপি। মঙ্গলবার বিজেপির রাজ্য কমিটির বৈঠকে বক্তব্য রাখেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন। নির্বাচন এবং তার পরবর্তী ঘটনাবলী প্রসঙ্গে বক্তব্য রাখেন বিজেপির রাজ্য সভাপতি। তার বক্তব্য ছিল, মানুষ বিজেপিকে সরকারের আসনে নয়, দায়িত্বশীল বিরোধী শক্তি হিসেবে দেখতে চেয়েছে।

তাই আজ বিধানসভায় রাজ্য সরকারের বিরোধী শক্তি হিসেবে বিজেপিকে পাঠিয়েছেন মানুষ। বিজেপিও তাই সাধারণ মানুষের অধিকারের লড়াই চালিয়ে যাবে। একই সঙ্গে তিনি অভিযোগ তোলেন রাজ্য শাসকদলের বিরুদ্ধে। তার অভিযোগ দলের সাধারণ স্তরের কর্মীদের উপর অত্যাচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত এই দিনের বৈঠকে অবশ্য কৈলাস বিজয়বর্গীয় এবং রাজীব বন্দ্যোপাধ্যায়রা অনুপস্থিত ছিলেন। এই নিয়ে কার্যত কিছুটা অস্বস্তিতে বিজেপি রাজ্য সভাপতি।

বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, বিধানসভা নির্বাচনে বিজেপি তাদের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারেনি। কি কি কারণে এই ব্যর্থতা তা পর্যালোচনা করে দেখা হচ্ছে। বিগত কয়েক বছর ধরে অক্লান্ত পরিশ্রম করেই দলীয় কর্মীরা আজ বিজেপিকে এই স্থানে পৌঁছে দিয়েছেন। দিলীপ ঘোষের আশা, আগামী দিনে বিজেপিকে বাংলায় সরকারের আসনে প্রতিষ্ঠা করবেন তারাই।