সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মাথা গোঁ’জা’র জায়গা নে’ই পান্তি পিসির, দেবের প্রতিশ্রুতি দে’ও’য়া সত্ত্বেও পাননি নতুন বাড়ি

কথা রাখেননি দেব। জীর্ণ, ভগ্নপ্রায় পুরনো বাড়িতেই কোনরকমে এতদিন দিন কাটাচ্ছিলেন পান্তি পিসি। তবে সদ্য মাথার উপরের ছাদ হারিয়েছেন তিনি। তার আস্তানা হয়েছে স্কুল বাড়ি। ঘাটালের তৃণমূল সাংসদ দেব প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি তাকে নতুন বাড়ি বানিয়ে দেবেন। কিন্তু তা হয়নি।

পশ্চিম মেদিনীপুরের অন্তর্গত দাসপুরের সোনামুই গ্রামের বাসিন্দা শিখা চক্রবর্তীকে গ্রামের সকলে পান্তি পিসি নামেই চেনেন। এতদিন একটি ভাঙ্গাচোরা বাড়িতে থাকতেন ওই বিধবা মহিলা। সোশ্যাল মিডিয়াতে তার অবস্থার কথা জানতে পেরেছিলেন দেব। কথা দিয়েছিলেন তিনি তাকে নতুন বাড়ি বানিয়ে দেবেন।

তিনি নিজের প্রতিনিধি রামপদ মান্নাকে পাঠিয়েছিলেন ওই মহিলার কাছে। জানিয়েছিলেন নতুন বাড়ি তৈরীর জন্য দেব দেবেন সমস্ত টাকা। সেইমতো পুরনো বাড়ি ভেঙে ফেলা হয়। নতুন বাড়ি তৈরির কাজ শুরু হয়। তবে অর্ধেক বাড়ি তৈরি হতে না হতেই বাড়ি তৈরীর কাজ বন্ধ হয়ে যায়। কারণ বন্ধ হয়ে গিয়েছে অর্থের যোগান।

After commitment of MP Deepak Adhikari, Dev, Panti Pisi is still homeless  in winter in Daspur | Dev: সাংসদ দেব প্রতিশ্রুতি দিলেও তৈরি হয়নি বাড়ি,  শীতের রাতে গৃহহীন পান্তি পিসি

অর্থের অভাবে কয়েক মাস আগেই বাড়ি তৈরীর কাজ বন্ধ হয়ে গিয়েছে। এদিকে বাড়ি হারিয়ে আপাতত স্থানীয় স্কুল বাড়িতে আশ্রয় পেয়েছেন তিনি। সেখানেই দিন কাটছে তার। আবার কবে তার বাড়ি তৈরির কাজ শুরু হবে সে সম্পর্কে কোনো ধারণাই নেই ওই মহিলার। যদিও দেবে প্রতিনিধি জানিয়েছেন কিছু সমস্যা তৈরি হওয়ার কারণে বাড়ি তৈরীর কাজ বন্ধ রাখা হয়েছে।