সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্র’য়া’ত হলেন পদ্মশ্রী কে বিশ্বনাথ, বয়স হয়েছিল ৯২ বছর

এবার শোকের ছায়া তেলেগু ইন্ডাস্ট্রিতে। পরিচালক কে বিশ্বনাথ যার বয়স হয়েছিল ৯২ বছর। গতকাল বৃহস্পতিবার ২ রা ফেব্রুয়ারী তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তার পরিচিতি নিয়ে নতুন করে বলার কিছুই নেই এক বিখ্যাত পরিচালক। বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। এদিনে হায়দ্রাবাদে নিজের বাড়িতেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তার পরিচালিত জনপ্রিয় ছবি গুলোহল স্বাতী মুথ্যাম, সাগর সঙ্গমাম, শঙ্করভরানাম সহ আরও অনেক। তিনি ৫ বারের মতো জাতীয় পুরষ্কার পেয়েছে। তিনি তার কেরিয়ার শুরু করেছিলেন মাদ্রাসের ভহিনি স্টুডিওতে, অডিওগ্রাফার হিসেবে। কিছুদিন এই কাজ করার পর তার মন টানতে লাগে পরিচালনার দিকে।

আদূর্থি সুব্বার রাওয়ের সাথে তিনি থেকে পরিচালনার কাজ শেখে, ১৯৫১ সালে তিনি এসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ শুরু করেন, তার প্রথম পরিচালনায় প্রথম ছবি পাতাল ভৈরবী। ১৯৬৫ সালে তার প্রথম আত্মপ্রকাশ পরিচালক হিসেবে। গৌরবাম ছবির হাত ধরেই পরিচালকের আসনে আসীন হন তিনি।

আরো খবর: সকাল সকাল কেমন থা’কে অফিসের চেহারা? ছবি পো’স্ট করলেন ওলার কর্ণধার

সেই ছবিটি নন্দী পুরস্কার পায়। এরপরে একের পর এক ছবিতে তিনি নাম অর্জন করতে থাকে, নিজের জায়গা আরও শক্ত করে তোলেন তিনি। শঙ্করভরানাম ছবির ফলে তিনি সারা দেশে পরিচিতি পান, ছবিটি দারুণ ভাবে সর্বত্র সফল হয়।

এখানেই শেষনয় শঙ্করভরানাম ছবিটি ৪ টি জাতীয় পুরস্কার পায়, ছবিটি পরে হিন্দিতেও রিমেক করা হয় যার নাম দেওয়া হয় সুর সঙ্গম। তার ছবির আলাদা এক মাত্রা লক্ষ্য করা যায়।

যেখানে দেখা যায় শিল্প, গান, তার কারণে দেখা যায় সাগর সঙ্গমাম, স্বাতী কিরণ, স্বর্ণ কমলম ইত্যাদী ছবির পরিচালনা করেন। এদিকে তিনি প্রথম ১৯৭৯ সালে সরগম ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করেন। একাধিক হিন্দি ছবি পরিচালনা করেছেন তিনি কামচোর, শুভ কামনা, জাগ উঠা ইনসান ও আরও অনেক।