সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ইন্ডিয়া’ন আইডলে’র বি’জে’তা হ’লেন পবনদীপ রাজন! জা’নু’ন তার সফ’লতা’র কা’হি’নী

ইন্ডিয়া'ন আইডলে'র বি'জে'তা হ'লেন পবনদীপ রাজন! জা'নু'ন তার সফ'লতা'র কা'হি'নী

সদ্য শেষ হয়েছে ইন্ডিয়ান আইডলের গ্র্যান্ড ফিনালে। ফিনালেতে জয়ের ট্রফি উঠেছে উত্তরাখণ্ডের পবনদীপ রাজনের হাতে। তাকে নিয়ে গর্বিত সারাদেশ। ইন্ডিয়ান আইডলের বিজেতা হিসেবে ২৫ লক্ষ টাকার চেক, একটি বিলাসবহুল গাড়িও পেয়ে গিয়েছেন তিনি। তবে এই শো’য়ে অংশগ্রহণ করে তিনি জানিয়েছিলেন যে তিনি এখানে বিজেতা হতে নয়, বিচারকের থেকে গানের বিষয়ে আরো অনেক কিছু শিখতে এসেছেন।

উত্তরাখন্ডের একটি মিউজিক‍্যাল পরিবারে জন্মগ্রহণ করেছিলেন পবনদীপ। তার বাবা সুরেশ রাজনও বিভিন্ন অনুষ্ঠানে গান গাইতেন। বাবার কাছেই তার গান শেখার হাতে খড়ি। কলেজে পড়ার সময় থেকেই বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে থাকেন তিনি। একই সঙ্গে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তিনি নিজেকে আরও বেশি দক্ষ করে তুলেছেন। ২০১৫ সালে ‘ভয়েস অফ ইন্ডিয়া’ প্রতিযোগিতায় সুযোগ পান পবনদীপ। সেই প্রতিযোগিতায় তিনি জিতেছিলেন।

ওই প্রতিযোগিতায় জয় লাভ করে ট্রফি, পঞ্চাশ লক্ষ টাকার চেক, একটি মারুতি অলটো কে টেন কারের চাবি এবং ইউনিভার্সাল মিউজিক কোম্পানির সঙ্গে একটি চুক্তিপত্র পেয়েছিলেন তিনি। সেই চুক্তি অনুসারে পবনদীপের প্রথম মিউজিক ভিডিও ‘ইয়াকিন’ রিলিজ হয়। ‘ভয়েস অফ ইন্ডিয়া’ পবনদীপকে উত্তরাখন্ডের ইউথ ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা করে।

এক বছরের মাথায় আরুন হারুণ রশিদের সঙ্গে ‘ছোলিওর’ নামের একটি মিউজিক ভিডিওতে গান করেন তিনি। ২০১৭ সালে ‘রোমিও অ্যান্ড বুলেট’ ফিল্মের জন্য পবনদীপ ‘তেরে লিয়ে’ গানটি গেয়ে প্রথম বলিউডে গান গাওয়ার সুযোগ পান। কি-বোর্ড, ড্রাম, তবলা, গিটারের মতো বেশ কয়েকটি মিউজিকাল ইন্সট্রুমেন্ট বাজাতে তিনি সিদ্ধহস্ত। ইন্ডিয়ান আইডলের মঞ্চেও ঢোলক বাজিয়ে তিনি সকলকে চমকে দিয়েছিলেন।