সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চাইনিজ কোম্পানিগুলিকে হা’রা’লো আমাদের দেশ, স্মার্টফোন রপ্তানিতে নিজেরই রে’ক’র্ড ভে’ঙে দি’লো ভারত

একটা সময় ছিল যখন ভারতের ভারতীয় মোবাইলফোন হিসেবে স্যামসাং এবং নকিয়ার প্রচলন ছিল। তবে ধীরে ধীরে ভারতীয় মোবাইল বাজারে চীনের আধিপত্য বৃদ্ধি পেতে দেখা যায়। চীনের মোবাইলে ভরে উঠেছিল ভারতীয় বাজার। রেডমি, রিয়েলমি, অপ্পো, ভিভোর মতো একাধিক চীনা কোম্পানির মোবাইলে ভরে উঠে ভারতীয় বাজার।

তবে এখন অবশ্য ধীরে ধীরে আন্তর্জাতিক বাজারে ঘুরে দাঁড়াচ্ছে ভারত। ভারত এখন আর শুধু মোবাইল আমদানিকারক দেশ নয়। এখন ভারতীয় মোবাইল বিদেশেও রপ্তানি হচ্ছে। মোবাইল রপ্তানিতেও এখন বেশ ভালো জায়গায় পৌঁছেছে ভারতবর্ষ। চীনে মোবাইল সস্তা, সুন্দর এবং কাজে ভালো হওয়াতে গ্রাহকের দৃষ্টি আকর্ষণ করে। তুলনায় ভারতীয় মোবাইলও পিছিয়ে নেই এখন।

২০১৭-১৮ এর পর ভারতীয় মোবাইল শিল্প আমদানিকারক থেকে রপ্তানিকারকে পরিণত হয়েছে। ভারত থেকে মোবাইল রপ্তানি 200 মিলিয়ন থেকে ছাড়িয়ে 1.7 বিলিয়ন ডলারে গিয়ে পৌঁছেছে। অন্যদিকে মোবাইল ফোন আমদানি 3.5 বিলিয়ন ডলার থেকে কমিয়ে 500 মিলিয়ন ডলারে নেমে এসেছে। অতএব এই পরিসংখ্যান থেকেই বোঝা যাচ্ছে ভারত এখন মোবাইল আমদানির তুলনায় রপ্তানিতে বড় জায়গায় পৌঁছেছে।

পরিসংখ্যান অনুযায়ী গত এক বছরে ভারতে মোবাইল আমদানি অনেকটাই কমে এসেছে। এক বছর আগে মোবাইল আমদানি ছিল তিন হাজার কোটি টাকা। 2021-2022 এর প্রথম ত্রৈমাসিকে তা কমে গিয়ে 600 কোটিতে নেমে এসেছে। অন্যদিকে 2020-21 এর প্রথম ত্রৈমাসিকে রপ্তানি যেখানে 1300 কোটি টাকা ছিল সেখানে 2021-22 এর প্রথম ত্রৈমাসিকে রপ্তানি বেড়ে হয়েছে 4 হাজার 600 কোটি।