সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কলকাতা জুড়ে কমলা স’ত’র্ক’তা, কেমন হ’বে পরিস্থিতি? জেনে নিন হাওয়া অফিসের বা’র্তা

বিগত কয়েক দিন ধরেই বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে সারা রাজ্য জুড়ে প্রবল বৃষ্টিপাত চলছে। পশ্চিমবঙ্গের উপর বৃষ্টিপাতের প্রভাব এখনো অব্যাহত। আলিপুর আবহাওয়া দপ্তর এর তরফ থেকে এখনো কোনো আশার বাণী শোনানো হচ্ছে না। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকার উপর এখনো সক্রিয় রয়েছে ঘূর্ণবাত। যে কারণে রাজ্য জুড়ে ফের কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে।

গয়া থেকে কলকাতা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি নিম্নচাপ। ঘূনাবর্ত ও মৌসুমী অক্ষরেখার দরুন পশ্চিমবঙ্গের বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এর প্রভাবে কলকাতাসহ উভয় ২৪ পরগনাতে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। সোমবার বিকেল থেকে শুরু করে মঙ্গলবার দিনভর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ পরগণা, নদিয়ায় বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে।

এদিকে আজ সকাল থেকেই দুই মেদিনীপুর, পুরুলিয়া, বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টি চলছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ক্রমশ পশ্চিম দিকে সরছে। এদিকে ক্রমাগত বৃষ্টিপাতের দরুন নদীর জলস্তর বাড়ছে। বর্তমান পরিস্থিতিতে রাজ্যের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। প্রশাসনের তরফ থেকে কলকাতার পুরনো জরাজীর্ণ বাড়িগুলি থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে রাতভর বৃষ্টির কারণে কলকাতার টালা থেকে টালিগঞ্জ পর্যন্ত জল থৈ থৈ করছে। বাসের চাকা রাস্তার কাদার মধ্যে আটকে গিয়েছে। স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। গঙ্গার জল বাড়ার জন্য আজ দীর্ঘক্ষন গঙ্গার লকগেট বন্ধ রাখতে হয়েছিল।