সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গোপন সূত্রে’র ভিত্তিতে বাংলা-বিহারে’র ডা’কা’ত দ’লে হা’না, চাঁচলে অ’স্ত্র সহ ধৃ’ত ২

গোপন সূত্রের ভিত্তিতে বাংলা-বিহারের ডাকাত দলে হানা, চাঁচলে অস্ত্র সহ ধৃত ২

চাঁচল, ০৩ এপ্রিল: নিঝুম রাতে কলাবাগানে জড়ো হয়েছিল একদল ডাকাত। ডাকাতির ছক কষছিল তারা। হঠাৎ সেই মুহুর্তে পুলিশের হানা ডাকাতদলের উপর। তারপর হইহুল্লোড়। পুলিশের ধরপাকড় চলাকালীন কলা গাছ ভেঙে পালিয়ে যেতে শুরু করে ডাকাতেরা। তবে শেষ রক্ষে হলোনা দূজনের। তারা পুলিশের খপ্পরে এসে পর্দাফাস। তাদের কাছ থেকে বাজেয়াপ্ত হল অস্ত্র।

এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চাঁচল থানার বিহার সীমান্তের এলাকা মল্লিকপাড়ার একটি কলাবাগানে। গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে রবিবার ভোরবেলা পুলিশ অভিযানে যায়।তারপরেই কেল্লাফাতে। বাকিদের পকড়া করতে না পারলেও দু’জন স’শস্ত্র পুলিশের জালে।

 

চাঁচল থানার আই.সি সুকুমার ঘোষ জানিয়েছেন, ধৃতদের নাম বেলাল হোসেন(২৯) মহানন্দপুরের বাসিন্দা ও সাহিম আলী বিহারের আবাদপুর এলাকার বাসিন্দা। তাদের কাছ থেকে একটি পাইপ গান, একটি মাস্কেট ও দুটি কার্তুজ সহ নম্বর প্লেটহীন একটি মোটরবাইক ও একটি মুঠোফোন বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃত পান্ডাদের জিজ্ঞাসাবাদ করলে আরোও বহু তথ‍্য উঠে আসবে, তাই রবিবার দুজনকে সাতদিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।

পুলিশের প্রাথমিক অনুমান, বিহার থেকে ডাকাতদল এসেছিল। তাতে মদত দিচ্ছে বাংলার কয়েকজন। গোটা বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছে পুলিশ।