Home আন্তর্জাতিক OMG: একটি গ্রহের তিনটি সূর্য! বিজ্ঞানীরা পেলেন স’ন্ধা’ন

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

OMG: একটি গ্রহের তিনটি সূর্য! বিজ্ঞানীরা পেলেন স’ন্ধা’ন

বিরাট এই মহাবিশ্বের রহস্য ধীরে ধীরে মহাকাশ বিশেষজ্ঞদের কাছে উন্মোচন হচ্ছে। সম্প্রতি জ্যোতির্বিজ্ঞানীরা এমন এক গ্রহের সন্ধান পেলেন যে গ্রহ আমাদের পৃথিবীর মতো নক্ষত্রের চারপাশে ঘুরছে। তবে পার্থক্য এই যে আমাদের পৃথিবী কেবল সূর্যের চারিদিকে ঘোরে, আর এই গ্রহ একসঙ্গে তিনটি নক্ষত্রকে প্রদক্ষিণ করছে।

উল্লেখ্য এর আগে একসঙ্গে দুটি নক্ষত্রকে প্রদক্ষিণ করছে এমন গ্রহের সন্ধান পাওয়া গিয়েছে। কিন্তু একই সঙ্গে তিনটি নক্ষত্রকে প্রদক্ষিণ করছে এমন গ্রহের সন্ধান এর আগে কখনো পাওয়া যায়নি। এই প্রথম এমন কোনো গ্রহের হদিশ পাওয়া গেল।

লাস ভেগাসের নেভাদা বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানীরা প্রথম এই গ্রহটিকে আবিষ্কার করলেন। এই সম্পর্কিত যে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে সেখানে জানানো হয়েছে যে ওই গ্রহটিকে দেখা না গেলেও সে যে একসঙ্গে তিনটি ‘সূর্য’কে প্রদক্ষিণ করছে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে।

এমন গ্রহ মহাবিশ্বে আরো অনেক আছে বলেই অনুমান করছেন বিজ্ঞানীরা। তারা আশাবাদী ভবিষ্যতে আরও এমন গ্রহের খোঁজ মিলবে যে গ্রহগুলি একসঙ্গে দুটি বা তিনটি বা তারও বেশি নক্ষত্রকে প্রদক্ষিণ করছে। মহাবিশ্বে পৃথিবীর মতো প্রাণ সমৃদ্ধ গ্রহের খোঁজে রয়েছেন বিজ্ঞানীরা। ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি বিজ্ঞানীরা দাবি করেছেন এমনই একটি গ্রহ ‘প্লানেট নাইন’ রয়েছে সৌরজগতে। কিন্তু আকাশগঙ্গা ছায়াপথের অন্যান্য উজ্জ্বল নক্ষত্রের কারণে তাকে দেখা যায় না।