সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

OMG: জার্মানির এক ব্যক্তি ৯০ বার ক’রো’না’র টি’কা নিয়েছেন! কিন্তু কেন?

আপনি আপনার করোনার ডোজ কয়বার নিয়েছেন? জার্মানির এক ব্যক্তি নির্দিষ্ট ডোজ নিয়েও থেমে থাকে নি। এরপরে তিনি নাকি স্বেচ্ছায় ডোজ নিয়েছে তাও আবার ৯০ বার।

জার্মানির ম্যাগডিবার্গ শহরের এই ঘটনা। ইতিমধ্যেই পুলিশি হেফাজতে নেয়া হয়েছে সেই ব্যক্তি কে, তবে পুলিশের তরফ থেকে তার নাম জানানো হয়নি প্রকাশ্যে।

মোটকথা জালিয়াতির অভিযোগে একাধিক ভ্যাকসিন কার্ড বানানোর জন্য গ্রেফতার করা হয়েছে তাকে।তবে ৯০ টি ডোজ নিয়ে সেই ব্যাক্তির শারীরিক অবস্থা কেমন? সেটাও স্পষ্ট জানানো হয়নি। ইতিমধ্যেই এই জালিয়াতির তদন্ত শুরু হয়েছে।

আরো পড়ুন: ২৮ জন মন্ত্রী একসাথে দিলেন ই’স্ত’ফা, ভে’ঙে গে’লো এই রাজ্যের মন্ত্রীসভা

কিভাবে এই জালিয়াতি করা হতো? পুলিশ সূত্রে জানা যায়, জার্মানিতে যেসব ব্যক্তি ভ্যাকসিন নিতে অনিচ্ছুক। তাদের হয়ে ভ্যাকসিন নিতেন এই ব্যক্তি। অতিমারির সময় বিশ্বের প্রায় সমস্ত দেশেই, ভ্যাকসিন পাসের ব্যবস্থা ছিল। যেটা কিনা ভ্যাকসিন না দিলে পাওয়া সম্ভব হতো না।

এটাকে একটা ছাড়পত্র বলেও ধরা যায়, এই ছাড়পত্র দেখালেই শপিং মল রেস্তোরাঁ এমন কি দরকার পরলে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া সম্ভব হতো। এই পাসের জন্য দরকার ইউনিক ব্যাচ নম্বর।যার জন্য সাহায্য করত এই ব্যক্তি।

সেই ব্যক্তি অন্যের ভ্যাকসিন ডোজ নিয়ে , সেই ব্যক্তিকে ব্যাচ নম্বর পাঠিয়ে দিত। আর সেই নম্বর দিয়েই কোভিড পাস বানিয়ে নেওয়া যেত সহজেই। স্বাভাবিকভাবেই অর্থের বিনিময়ে এই কাজ করত সেই ব্যক্তি। সম্প্রতি সেই কাজ করতে গিয়ে জার্মান পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত ব্যক্তি।