সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

OMG: ১০০০ বছরের পু’রা’নো মুরগির ডি’ম পাওয়া গে’লো অ’ক্ষ’ত অবস্থায়, দেখে নিন ছ’বি

সম্প্রতি ইসরায়েলের প্রত্নতাত্ত্বিকেরা প্রায় হাজার বছরের পুরনো একটি মুরগির ডিম উদ্ধার করেছেন। ইজরায়েলের ইয়াভেন শহরে খননকার্য চালিয়ে এই মুরগির ডিমটি উদ্ধার করা হয়েছে। প্রত্নতাত্ত্বিকেরা জানাচ্ছেন, বাইজেন্টাইন যুগের একটি শিল্প কমপ্লেক্স থেকে উদ্ধার করা হয়েছে এই মুরগির ডিম। যার বয়স প্রায় হাজার বছর। প্রাচীন সেসপিতে মানব মল দ্বারা আবৃত ছিল এই মুরগির ডিম!

ইজরায়েলে অ্যান্টিকিটিস অথরিটি সংবাদমাধ্যমের সামনে জানিয়েছে, ইসলামিক-কালীন হাড়ের পুতুলের একটি সংগ্রহ, যা কপটিক পুতুল নামে পরিচিত, সেখান থেকেই পাওয়া গিয়েছে এই মুরগির ডিম। প্রত্নতাত্ত্বিক দলের একজন সদস্য আলা নাগরস্কি জানালেন, বর্তমান সময়ে মুরগির ডিমগুলি খুব কম সময়ের জন্যই ভালো থাকে। এর পরেই সে গুলি নষ্ট হয়ে যায়। সেই জায়গায় এই ডিম প্রায় হাজার বছরের পুরনো!

প্রায় ছয় সেন্টিমিটার লম্বা এই ডিমের গায়ে বেশকিছু ফাটল রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে ভঙ্গুর হয়ে গিয়েছে ডিম। পরীক্ষা-নিরীক্ষার জন্য iAA-র পরীক্ষাগারে নিয়ে যাওয়ার সময়েই ডিমের খোলাটি খুলে পড়ে। ডিমের সঙ্গে তিনটি হাড়ের পুতুলও উদ্ধার করেছিলেন প্রত্নতাত্ত্বিকেরা। সেগুলো হাজার বছরের পুরনো বলেই অনুমান করছেন তারা।

Israel Antiquities Authority এর তরফ থেকে ফেসবুক একটি পোস্ট করে এই আবিষ্কার সম্পর্কে জানানো হয়। সেখানে জানানো হয়েছিল যে প্রত্নতাত্ত্বিকেরা প্রাচীন স্যাসপিটে খনন কার্য চালিয়ে ‌১০০০ বছরের পুরনো একটি অখন্ড মুরগির ডিম উদ্ধার করেছেন। ডঃ এলি হাদাদ, লিয়াত নাদভ-জিভ এবং ডাঃ জোন সেলিগম্যান এই খনন কার্যের নেতৃত্ব দিয়েছিলেন।