সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার হা’তে’র কাছেই পা’বে’ন নেতাদের, TMC অফিসে কাকে কখন পাবেন জেনে রাখুন

দফায় দফায় তৃণমূল ভবনে বসবেন নেতারা, পুরনো নিয়মেই তৈরি হল রোস্টার।তৃণমূলের নয়া রোস্টার অনুযায়ী, সপ্তাহে সাতদিনই ১১ থেকে বিকেল পাঁচটা অবধি নয়া অফিসে দেখা মিলবে তৃণমূল নেতাদের। নয়া ভবনে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, ব্রাত্য বসু, সায়নী ঘোষকে।

তৃণমূল কংগ্রেসের তরফে প্রকাশিত রোস্টার অনুযায়ী, সোমবার, মঙ্গল এবং রবিবার সকাল ১১টা থেকে দুপুর একটা অবধি থাকবেন দোলা সেন। রবিবার দুপুর ১’টা থেকে বিকেল ৩’টে অবধি থাকবেন মন্ত্রী ব্রাত্য বসু, তন্ময় ঘোষ ও সমীর চক্রবর্তী। সোমবার ১১’টা থেকে বিকেল ১’টা অবধি থাকবেন সব্যসাচী দত্ত, শুভাশিষ চক্রবর্তী ও পার্থ ভৌমিক।

এছাড়া বসবেন ফিরহাদ হাকিম, বৈশ্বানর চট্টোপাধ্যায় ও দেবাশিষ কুমার। সোম-বুধ-শুক্র সকাল ১১টা থেকে বিকেল চারটে অবধি অফিসে থাকবেন তৃণমূল যুব সভাপতি সায়নী ঘোষ। সোমবার খেতমজুর সংগঠনের সঙ্গে দুপুর ১’টা থেকে বিকেল ৩’টা অবধি থাকবেন খেতমজুর সংগঠনের পূর্ণেন্দু বসু।

আরো পড়ুন: লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে বিশেষ স্থা’ন পেলেন মা কালী, কুমোরটুলি থেকে গে’লো মায়ের মূ’র্তি

মঙ্গলবার এরপর দুপুর ১’টা থেকে বিকেল ৩’টে অবধি থাকবেন সংখ্যালঘু সেলের হাজি শেখ নুরুল ইসলাম ও খালিদ এবায়দুল্লা। একই দিনে সকাল ১১’টা থেকে বিকেল ১’টা অবধি থাকবেন মণীশ গুপ্ত। বিকেল ৩’টে থেকে বিকেল ৫’টা অবধি থাকবেন মন্ত্রী অরুপ বিশ্বাস, বিধায়ক মলয় মজুমদার এবং সঞ্জয় বক্সী।

বুধবারও সকাল ১১’টা থেকে দুপুর ১’টা অবধি থাকবেন শ্রমিক সংগঠনের ঋতব্রত বন্দোপাধ্যায়। প্রাথমিক শিক্ষক সংগঠনের তরফে অশোক রুদ্র। বিকেল ৩’টে থেকে বিকেল ৫’টা অবধি থাকবেন মহিলা সংগঠনের চন্দ্রিমা ভট্টাচার্য ও মালা রায়৷ এছাড়াও থাকবেন ক্ষেতমজুর সংগঠনের পূর্ণেন্দু বসু।

বৃহস্পতিবারও অফিস টাইমের শুরুতেই অর্থাৎ সকাল ১১’টা থেকে বিকেল ১’টা অবধি থাকবেন ঋতব্রত বন্দোপাধ্যায়। বিকেল ১’টা থেকে বিকেল ৩’টে অবধি থাকবেন সাংসদ শান্তনু সেন এবং দেবকুমার মুখোপাধ্যায়। বিকেল তিনটে থেকে বিকেল পাঁচটা অবধি থাকবেন মন্ত্রী শশী পাঁজা ও সাংসদ মালা রায়।

আরো পড়ুন: দেশে এবার চোখ রা’ঙা’চ্ছে “টমেটো ফ্লু”, এই রোগের কি কি উ’প’স’র্গ জেনে নিন

শুক্রবার দুপুর একটা থেকে তিনটে অবধি থাকবেন হিন্দি সেলের বিবেক গুপ্ত। বিকেল ৩’টে থেকে বিকেল ৫’টা অবধি থাকবেন তপশিলী জাতি,তপশিলী উপজাতি, ওবিসি সেলের নেতা তাপস মণ্ডল, বিকেলে ৩’টে থেকে বিকেল ৫’টা অবধি থাকবেন ওম প্রকাশ মিশ্র ও রাজু ঘোষ। এছাড়া থাকবেন তো থাকছেনই যুব সভাপতি সায়নী ঘোষ।

শনিবার সকাল ১১’টা থেকে বিকেল ১’টা অবধি থাকবেন জয় হিন্দ বাহিনীর কার্তিক বন্দোপাধ্যায়। বিকেল একটা থেকে বিকেল তিনটে অবধি মহিলাদের যেকোনও রকমের সাহায্যার্থে মহিলা সংগঠনের চন্দ্রিমা ভট্টাচার্য ও মালা রায় থাকবেন৷

বিকেলে ওই একই সময়ে দেখা পাওয়া যাবে সেকেন্ডারি টিচারস সংগঠনের দিব্যেন্দু মুখোপাধ্যায়ের। বিকেল ৪’টা থেকে সন্ধ্যা ৬’টা অবধি অফিসে থাকবেন ওয়েবকুপার কৃষ্ণকলি বোস। রবিবারও সূচি মতোই পাওয়া যাবে নেতাদের।