সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভ্যা’ক’সি’ন পেলেন মৃ’ত বাবা! স্বর্গে গিয়ে কি নিলেন টি’কা? হতবাক ছেলে

বর্তমানে করোনার বিরুদ্ধে লড়াইয়ে মানুষের একমাত্র হাতিয়ার ভ্যাকসিন। আর সেই ভ্যাকসিন নিতে গিয়ে দুর্নীতি প্রসঙ্গে বর্তমানে উত্তাল হয়ে রয়েছে রাজ্য। এখন আবার মৃত ব্যক্তির নামে ভ্যাক্সিনেশন সার্টিফিকেট বের হওয়া নিয়ে উত্তাল হয়ে উঠলো রামপুরহাট জেলা স্বাস্থ্য দপ্তর। জানা যাচ্ছে রামপুরহাটের কবিচন্দ্রপুর গ্রামের বাসিন্দা এক মৃত ব্যক্তির নামে বের হয়েছে ভ্যাক্সিনেশন সার্টিফিকেট। অথচ যিনি আদতে ভ্যাক্সিনেশন টিকা নিয়েছেন, তার নামে সার্টিফিকেট নেই।

ঘটনাটি নিয়ে প্রথম রামপুরহাটের কবিচন্দ্রপুর গ্রামের বাসিন্দা অমর মণ্ডল নিজের অভিযোগ দায়ের করেন। তারাপীঠ মন্দিরের কাছে প্রসাদি প্যাড়া বিক্রি করে সংসার চালান ওই ব্যক্তি। গত ১লা এপ্রিল মা তোলাবতী ও স্ত্রী জ্যোতস্না মণ্ডলকে নিয়ে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র থেকে ভ্যাকসিন নেন তিনি। তার বাবা দুলাল মন্ডল মারা গিয়েছেন বহু আগেই। তবে ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার পর যে সার্টিফিকেট আসার কথা সেখানে দেখা যাচ্ছে যে তাদের পরিবারের ৪ জন সদস্যেরই টিকাকরণের শংসাপত্র এসেছে।

অমর মণ্ডলের স্বর্গীয় বাবা দুলাল মন্ডলের নামেও বেরিয়েছে ভ্যাক্সিনেশন সার্টিফিকেট। যা নিয়ে কার্যত উত্তাল হয়ে ওঠে ওই এলাকা। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধানের দাবি সম্ভবত ডেটা এন্ট্রির ভুলের কারণেই এমনটা ঘটেছে। কিভাবে এমনটা ঘটলো তার তদন্ত করে দেখা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। এদিকে অমর মণ্ডলের অভিযোগ, টিকা নেওয়ার শংসাপত্র তিনি যে ভোটার কার্ডের নম্বর উল্লেখ করেছিলেন সেই নম্বর উল্লেখ করা নেই। অন্য কারোর ভুয়ো নম্বর সেখানে উল্লেখ করা রয়েছে বলে তিনি জানিয়েছেন।

আবার তার মায়ের প্রথম দফার টিকাকরণের সার্টিফিকেট এলেও দ্বিতীয় দফার টিকাকরণের সার্টিফিকেট এখনো আসেনি। এদিকে আবার অমর মণ্ডলের ভোটার কার্ডের নম্বর দিয়েই তার স্বর্গীয় বাবা দুলাল মন্ডলের সার্টিফিকেট চলে এসেছে। ঘটনা প্রসঙ্গে বিরক্ত অমর মণ্ডলের প্রশ্ন, “বাবা কি তাহলে স্বর্গে গিয়ে টিকা নিয়েছেন?”