সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে বিশেষ স্থা’ন পেলেন মা কালী, কুমোরটুলি থেকে গে’লো মায়ের মূ’র্তি

এবার লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে বসছে কালী প্রতিমা। সেই দেবী মূর্তি খোদ কলকাতার কুমোরটুলিতে তৈরি হল। প্রতিবছর যে বিদেশে দেবী দুর্গা পুজিত হন, তা সকলেরই জানা। কলকাতা থেকে মূর্তি যার বিদেশে। সেখানে পুজিত হন দেবী।

দুর্গাপুজোর সময় টানা পাঁছ দিন ধরে পুজিত হন মা। সেখানে রয়েছে একাধিক পুজো কমিটি। বিদেশে থাকা বাঙালিরা প্রতি বছরই সাড়ম্বরে পালন করেন থাকেন দুর্গোৎসব। এবার বিশ্ব দরবারে বিশেষ স্থান পেলেন হিন্দুদের দেবী।

বিদেশের মিউজিয়ামে স্থাপিত হবে এক হিন্দু দেবী মুর্তি। জানা গিয়েছে, এক অভিনব উদ্যোগ নিল, ‘গডেস-ফিমেল পাওয়ার ইন ওয়ার্ল্ড বিলিফ’। নারী শক্তির ক্ষমতায়ন- বিষয়ক এক প্রদর্শনী আয়োজিত হয়েছে।

আরো পড়ুন: কি অবস্থা! পুকুরে স্নান করতে গিয়ে কানে ঢু’কে গে’লো মৌরলা মাছ, এরপর যা হ’লো

যেখানে পৃথিবীর তিন দেবীর রুদ্র রূপ মূর্তি উদ্বোধন হবে। এর মধ্যে রয়েছে, গ্রিসের শিল্পের দেবী এথেনা, মিশরের যুদ্ধের দেবী সেখমেতের সঙ্গে হিন্দু দেবী কালী। এই তিন মূর্তির উদ্বোধন হবে আগামী ১৭ মে।

জানা গিয়েছে, কালী মূর্তিটা তৈরি করেছেন কলকাতার কুমোরটুলির কৌশিক ঘোষ। কালো কালী মূর্তির হাঁটু পর্যন্ত দুলছে মুন্ডমালা, পায়ের নীচে শিবের অধিষ্ঠান, পিছনে সোনালী চালচিত্র।

জানা গিয়েছে, মূর্তির ওজন ৩৫ কিলোগ্রাম। বিদেশের মিউজিয়ামেই প্রতিষ্ঠিত হল এই দেবী মূর্তি। এই কালী মূর্তি তৈরি করতে সময় লেগেছে দেড় মাস। মূর্তি ইতিমধ্যে পৌঁছে গিয়েছে ব্রিটিশ মিউজিয়ামে। আর কদিন পরই উদ্বোধন।