সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার গ্রাম পঞ্চায়েত দখল ক’রে নিলো BJP, জানুন বি’শ’দে

সমগ্র উত্তরবঙ্গ জুড়েই নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠায় কোনো রকম খামতি রাখছেনা কেন্দ্রীয় বিজেপি নেতা মন্ত্রী থেকে শুরু করে নিন্ম স্তরের নেতারাও।এবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের ডাঙা গ্রাম পঞ্চায়েত নিজেদের অধিকারে নিল বিজেপি। এই গ্রাম পঞ্চায়েতের প্রধান পদটি মহিলাদের জন্যে সংরক্ষিত। এর আগের প্রধান ছিলেন মল্লিকা কর্মকার সুত্রধর।

গত ফেব্রুয়ারি মাসে ব্যক্তিগত কারণ দেখিয়ে ইস্তফা দিয়েছিলেন তিনি। এরপর থেকেই ওই পঞ্চায়েতের প্রধান পদটি খালি পড়ে ছিল। উপপ্রধান সুভাষ সরকার সমস্ত কাজকর্ম পরিচালনা করতেন । গত সোমবার প্রধান নির্বাচনের লক্ষ্যে তলবি সভা ডাকা হয়।বিরোধী তৃণমূল বা বামেদের কোনও প্রতিনিধি ওই তলবি সভায় উপস্থিত ছিলেন না।

ফলে বিরোধী শূন্য তলবি সভায় প্রধান নির্বাচিত হন বিজেপির রিস্তারা সংসদের সদস্যা চন্দনা পাহান।এলাকায় যাতে কোনো অপ্রত্যাশিত ঘটনা না হতে,সেই জন্য ১৪৪ ধারা জারি করেছিল পুলিশ প্রশাসন। অতিরিক্ত পুলিশ সুপার মহঃ নাসিমের নেতৃত্বে এলাকায় উপস্থিত ছিল বিশাল পুলিশ বাহিনী।

আরো খবর: দোল পূর্ণিমার দিন সোনা ও রুপোর দা’ম কতটা ওঠানামা করলো? জানুন আজকের দ’র

পঞ্চায়েত নির্বাচনের দোরগোড়ায় নিজেদের হয়ে খুশি এলাকার নেতা বৃন্দ। বিজেপি অফিসেই আবির খেলায় মেতে ওঠেন কর্মী সমর্থকরা।

নতুন পঞ্চায়েত প্রধান চন্দনা পাহান জানিয়েছেন, “আগের পঞ্চায়েত প্রধান কোনো কাজ করেনি।উন্নয়নের নামে প্রহসন হয়েছে। আজ থেকে আমি প্রধানের পদে বসলাম। পঞ্চায়েত ভোটের আগে যে কাজগুলি আটকে রয়েছে, সেই কাজগুলি শেষ করব৷”