সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দুটি নতুন বি’ষ’য় যু’ক্ত হ’চ্ছে, কি কি পড়ানো হ’বে?

আগামী বছর শুরু হতে না হতেই চলে আসবে জীবনের দুটি বড় পরীক্ষা উচ্চমাধ্যমিক এবং মাধ্যমিক। তবে এবার উচ্চমাধ্যমিকের পাঠক্রমে যোগ হতে চলেছে আরও দুটি নতুন বিষয় এবং সেটি হল কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডেটা সায়েন্স। সম্প্রতি পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদে তরফ থেকে এমন কথা জানানো হয়েছে। বেশ কিছু বছর ধরে এই দুটি বিষয়ের উপর পড়াশোনা আগ্রহ বেড়েছে শিক্ষার্থীদের মধ্যে এবং তাই এই দুটি বিষয় যোগ করা হলো উচ্চমাধ্যমিকের পাঠক্রমে।

কৃত্রিম বুদ্ধিমতা: এটি কম্পিউটার সাইন্সের একটি বিভাগ যেটি উন্নত ধরনের কৃত্তিম বুদ্ধিমত্তা যন্ত্র তৈরি করতে সাহায্য করে। এই যন্ত্র গুলি নিজেরা শিখতে এবং নিজেদের শেখাতে পারে। এই যন্ত্র গুলি মানুষের থেকে অনেক কম সময় অনেক ডেটা প্রসেস করতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা সাহায্যে আধুনিক স্বাস্থ্য ব্যবস্থা উন্নত থেকে শুরু করে ভবিষ্যতে হাসপাতাল তৈরি করা এমনকি কৃষি কাজ এবং খাদ্য সরবরাহের উন্নতি পর্যন্ত করতে পারবেন আপনি।

এই কোর্সের মধ্যে শিক্ষার্থীরা প্রাথমিকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়টির উপর জ্ঞান এবং দক্ষতা অর্জন করবেন। মাল্টিমিডিয়ার মাধ্যমে কাজ শেখার সুযোগ থাকে এবং ব্যবহারিক অনুশীলনের সাহায্যে আপনি আরো ভালো করে পড়াশোনা করতে পারবেন।

আরো পড়ুন: মহাকাশে “ওইটা” করার খু’ব ইচ্ছে’ জনি সিনসের, এলন মাস্কের কা’ছে চাইলেন সাহায্য

ডেটা সাইন্স: এই বিষয়টিও কম্পিউটার সাইন্সের আরো একটি অংশ যদি সহজ ভাবি বলতে গেলি? নেট মাধ্যমিকের কোন একটি বিষয় বা জিনিসের খোঁজ করার পর সেই বিষয় বা যিনি সংক্রান্ত বিভিন্ন তথ্য না খুঁজতেই নিজস্ব নেট মাধ্যমের পেজে দেখা যায়। ব্যবসায়িক দক্ষতা, অ্যালগরিদম এবং গণিতের মিশ্রণের সাহায্যে ডেটা সাইন্স আর ডেটা থেকে নিখোঁজ তথ্যগুলি খুঁজে বার করতে সহায়তা করে।

ডেটা সাইন্সের পাঠক্রম মূলত তিনটি বিষয় নিয়ে গঠিত। বিগ ডেটা, মেশিন লার্নিং এবং ডেটা সায়েন্স মডেলিং। এর মধ্যে থাকে পরিসংখ্যান, কোডিং, বিজনেস ইন্টেলিজেন্স, ডেটা স্ট্রাকচার, গণিত, মেশিন লার্নিং।

এই দুটি বিষয় নিয়ে জোর কদমে পর্যালোচনা করা হচ্ছে সারা বিশ্ব জুড়ে। নিত্য নতুন বহু বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে এবং উচ্চ মাধ্যমিক স্তরে এই দুটি বিষয়ের ওপর আরো বেশি করে জোর দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। উচ্চমাধ্যমিকের স্তরে এই দুটি বিষয়ের প্রাথমিক জ্ঞান দেবার পর স্নাতক বা স্নাতকত্যরে অনেকটাই সাহায্য করবে বলে মনে করছেন শিক্ষা মহলের একাংশ।