সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার আ’রো সস্তার গাড়ি আনছে TATA MOTORS, জেনে নিন ফি’চা’র্স

বিগত কয়েক বছরে ভারতে SUV-এর জনপ্রিয়তা চোখে পড়ার মতো। বিশেষত সাব কম্প্যাক্ট SUV সেগমেন্টে Tata Punch লঞ্চের পর দারুণ Tata Motors ব্যাপক সাফল্য পেয়েছে। তবে এই ভারতীয় কোম্পানি নিজের ব্যবসা আরও বাড়ানোর জন্য নতুন মিনি SUV লঞ্চের জন্য তৎপর হয়ে উঠেছে।

সূত্রের খবর, অত্যন্ত কম দামে ভারতের বাজারে শীঘ্রই আসতে চলেছে Tata Hornbill। চলুন তবে দেখে নেওয়া যাক Tata Motors-এর নতুন এই গাড়িতে কি কি ফিচার্স পাবেন আপনারা।

এই গাড়ি ডিজাইন করা হয়েছে HBX কনসেপ্টে। বর্তমান বাজারে Nissan Magnite ও Renault Kiger-এর মতো সাব-কম্প্যাক্ট SUV গুলিকে টেক্কা দেওয়ার জন্যই Tata Motors এত শীঘ্র Hornbill নামে এই গাড়ি বাজারে আনতে চলেছে বলে মনে করা হচ্ছে। সেই সাথে এই গাড়ির প্রতিযোগিতা বাড়বে Maruti Suzuki ও Hyundai -এর একাধিক প্রিমিয়াম গাড়িগুলোর সঙ্গে।

আরো পড়ুন: ইস্তফা দি’তে পারেন উদ্ধব ঠাকরে! তবে কি এবার বিজেপির হাত ধ’র’তে হ’বে?

নতুন Tata Hornbill-এর ফিচার্স সম্বন্ধে জানা গিয়েছে যে এই গাড়িতে থাকতে পারে 1.2 লিটার 3 সিলিন্ডার পেট্রল ইঞ্জিন। এছাড়াও 1.2 লিটার টার্বোচার্জড পেট্রল ইঞ্জিনে এই SUV বাজারে আসতে পারে।

এই দুই ইঞ্জিন যথাক্রমে 86 bhp ও 110 bhp শক্তিসম্পন্ন। জানা যাচ্ছে 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন ছাড়াও 5 স্পিড AMT সহ এই গাড়ি কেনা যাবে।

বাইরে থেকে এই গাড়িতে মাসকিউলার ডিজাইন দেখা যাবে। এছাড়া সুরক্ষার জন্য এই গাড়িতে যোগ করা হয়েছে স্ট্যান্ডার্ড ফিচার্স।

অবশ্য খুব শীঘ্রই পেট্রল ভেরিয়েন্টে বাজারে আসতে পারে Harrier এবং Safari-এর মতো SUV-গুলি। এর সঙ্গে Tata Motors ইলেকট্রিক সেগমেন্টেও নতুন গাড়ি আনবে বলে খবর।

অন্যদিকে যাত্রীবাহী হোক বা ইলেকট্রিক – দুই বিভাগেই মে মাসে Tata Motors গাড়ি বিক্রির নতুন রেকর্ড গড়েছে। চলতি বছর মে মাসে এই কোম্পানি মোট 43,341 টি গাড়ি বিক্রি করেছে, যা গত বছর মে মাসে বিক্রি হওয়া কোম্পানির মোট গাড়ির তুলনায় 185 শতাংশ বেশি।

ইলেকট্রিক গাড়ি বিভাগে সাফল্য পেয়েছে কোম্পানির Nexon EV, Nexon EV Max ও Tigor EV ইত্যাদি গাড়িগুলি, আর যাত্রীবাহী গাড়ি সেগমেন্টে Punch, Nexon, Tiago, Tigor, Altroz, Harrier ও Safari এই গাড়িগুলি এককথায় দারুণ।