সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মা’স্ক পড়ছেন না? কী হতে পারেন জানেন? ক’ড়া বা’র্তা মেয়রের

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে রাজ্যজুড়ে কড়া বিধি-নিষেধ জারি করা হয়েছে। মাক্স পরা এবং শারীরিক দূরত্বও বিধি মেনে চলা জরুরি। তবুও গাফিলতি দেখা যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে। এখনো অনেকেই মাস্ক ব্যবহার করতে চাইছেন না। রাস্তাঘাটে বাজারে অনেকেই মাস্ক না পড়ে ঘুরে বেড়াচ্ছেন। এমতাবস্থায় কলকাতার মেয়র তথা পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম দিলেন কড়া বার্তা।

ফিরহাদ হাকিম কড়া বার্তা দিয়ে জানিয়েছেন মাস্ক না পড়লে বিক্রি-বাট্টা হবে না। নো মাস্ক নো সেল নিয়ম নেওয়া হয়েছে। কোনো বিক্রেতা বা ক্রেতা যদি মাস্ক না পরেন তাহলে তার স্টক তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। ফিরহাদ হাকিম জানিয়েছেন রাজ্যে ট্রেন বা বাস কমানো হয়নি।

কনটেইনমেন্ট জোনের পরিস্থিতি নিয়মিত পর্যালোচনা করে ট্রেন বা বাসের সংখ্যা বাড়ানো বা কমানো হবে বলে জানিয়েছেন কলকাতার মেয়র। করোনা নিয়ে কিছুটা আশার কথা শুনিয়েছেন কলকাতার মেয়র। তিনি বলেন এবারের ক্ষেত্রে মাত্র পাঁচ দিনের মধ্যেই আক্রান্তরা সুস্থ হয়ে যাচ্ছেন। তবে কোনটা ডেল্টা ভেরিয়েন্ট তা বোঝা যাচ্ছে না।

ফিরহাদ হাকিমের অফিসার অন স্পেশল ডিউটিসহ তার পরিবারের সদস্যরা এই মুহূর্তে করোনায় আক্রান্ত। তাই কলকাতা পুরসভা এবার সকলকে সতর্ক করলো। সোমবার থেকেই বিভিন্ন স্কুলে টিকাকরণ ক্যাম্প শুরু হয়েছে। চেতলার ক্যাম্পে উপস্থিত হয়েছিলেন ফিরহাদ হাকিম। সেখান থেকে তিনি এই বার্তা দিয়েছেন।