সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এক-দুবার নয়, শ্রী রামের মূল ম’ন্ত্র উ’চ্চা’রি’ত হলো ৩০ লক্ষ বা’র, বিরল রে’ক’র্ড

গত মাসে তিরুমালা তিরুপতী দেবস্থানমস মন্দিরে যুদ্ধকান্ড পরায়নম সম্পন্ন করলেন মন্দিরের পুরোহিতরা। যুদ্ধকান্ড পরায়নমের মধ্যে ৩০ লক্ষ বার উচ্চারিত হলো শ্রী রাম মূল মন্ত্র। একমাস ব্যাপী চলা এই অনুষ্ঠানে ৩০ দিনের মধ্যে ব্রাহ্মণরা সীতা রাম লক্ষ্মণ আঞ্জনেয় স্বামী মন্ত্র ৩০ লক্ষ বার পাঠ করেছেন বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। যা নতুন রেকর্ড গড়ে তুললো। মন্দিরের এক আধিকারিক সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন এই খবর।

বাস্তু হোমাম, চতুরস্তি যোগিনী মন্ডপম, ক্ষেত্রপালক মণ্ডপম, নবগ্রহ মন্ডলাম, শ্রী রাম দশাবরন যন্ত্র পূজা, সোডাসা রামলিংতো ভদ্র মণ্ডল পূজা, রাম চতুরায়ণ কলস পূজা, মন্ত্র পুস্পম এবং দরবার সেবার মাধ্যমে এই ঐশ্বরিক অনুষ্ঠান সম্পন্ন হয়। ভাগবত প্রার্থনা, বিশ্বসেনা আরাধনা, পুণ্যবচনম, অগ্নি প্রাণায়াম, মুলা মন্ত্র হোমাম, শ্লোক হোমাম, মন্ডপ দেবতা হোমাম, অঙ্গ হোমম এবং পুস্তিকা হোমম্যার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানের রীতি-রেওয়াজ অনুসারে শান্তি হোমম, জয়তী হোমম, কুম্ভর্ধন, অর্চনা, নির্ধারন ও নীরজানম পরিবেশন করা হয়েছিল দেবতার উদ্দেশ্যে। ১৬ টি কলসির সঙ্গে অঞ্জানেশ স্বামীর অভিষেক করা হয়েছিল। যুদ্ধকান্ডের শেষ দিনে যোগব্যায়ষ্ঠ্যমের ১০০ টি শ্লোক বাদ দিয়ে ২৮৮ শ্লোক পাঠ করেছিলেন ব্রাহ্মণরা। ধর্মগিরি বেদ পিঠাম কে.এস. অবধানির তত্ত্বাবধানেই সমগ্র অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

দেশকে এই মহামারীর হাত থেকে বাঁচানোর জন্য এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন মন্দিরের আধিকারিকেরা। করোনার বিরুদ্ধে লড়াইয়ে সামিল তিরুমালা তিরুপতী দেবস্থানমস। ঐশ্বরিক অনুষ্ঠানের আয়োজন করে ঈশ্বরের আরাধনা মারফত পৃথিবী থেকে করোনা মহামারী নির্মূল করার উদ্দেশ্যে এই মহা অনুষ্ঠানের আয়োজন করেছিল ওই মন্দির কর্তৃপক্ষ।