সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শুধু ৩৮১ নয়, আ’রো অনেক ব’ড়ো ভু’য়ো নিয়োগের তা’লি’কা!

এসএসসির নিয়োগ দুর্নীতি তদন্তে রাজ্যের একের পর এক মন্ত্রীর নাম জড়িয়েছে। প্রতিদিন তদন্তে উঠে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য। তবে, আদালতের নির্দেশ পাবার পরই জোরকদমে এসএসসি নিয়োগ দুর্নীতির তদন্ত করছে সিবিআই। এবার সিবিআই তদন্তে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এসএসসির গ্রূপ সি-র নিয়োগকে কেন্দ্র করে।

বাগ কমিটির রিপোর্ট অনুযায়ী, ৩৮১ নয় এর চেয়েও অনেক বেশি হয়েছে ভুয়ো নিয়োগ। কিছু ক্ষেত্রে স্কুলকে ভুয়ো নিয়োগে বাধ্য করা হয়েছে। জানা গিয়েছে, এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় অংশ না নিয়েই চাকরি পেয়েছে বহুজন।

অর্থাৎ, চাকরির আবেদন না করেই চাকরি পেয়েছেন। কোনওরকম আবেদনই করেননি চাকরির জন্য। অথচ হাতে পেয়ে গিয়েছেন চাকরির সুপারিশপত্র। এমনই অভিযোগ এবার সিবিআইয়ের হাতে এল।

আরো পড়ুন: ফুচকা খে’তে গিয়ে ১ লক্ষ টা’কা হারালেন অভিনেত্রী কাম্যা পাঞ্জাবি, জানুন কারণ

এছাড়া অবৈধ চাকরি প্রাপকরা স্কুলে যোগ দিতে গেলে অনেক স্কুলেই বাধা দেন প্রধান শিক্ষক বা পরিচালন সমিতি। সেক্ষেত্রে রাজনৈতিক প্রভাব খাটিয়ে স্কুলকে বাধ্য করার মতো অভিযোগও সামনে এসেছে।

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিতে ইতিমধ্যেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বর্তমান শিক্ষাপ্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মতো একাধিক হেভিওয়েট নেতাদের নাম জড়িয়েছে।

সিবিআই এদিকে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং বর্তমান শিক্ষাপ্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে একাধিকবার তলবও সেরে ফেলেছেন।