সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

৩ ও ১৩ নয়! এই তিন সং’খ্যা অশুভ আপনার প’ক্ষে, জেনে নিন বিশদে

সংখ্যাজ্যোতিষ অনুযায়ী প্রত্যেকটি সংখ্যার মধ্যে থাকে একটি শক্তি এবং সেই সংখ্যা অনুযায়ী বলা যায় যে জাতকের জন্য সেই সংখ্যাটি শুভ না অশুভ। সংখ্যার মাধ্যমে বলা সম্ভব হবে যে কোন ব্যক্তির জীবনে কতটা সাফল্য এবং ভালবাসা আসবে।

শুভ যেমন আছে তেমনি অশুভ আছে, তাই কিছু নাম্বারের অশুভ শক্তির প্রভাবে ও যে কোন ব্যক্তি জীবনে আসতে পারে নানান রকমের সমস্যা। অনেকের মতে তাদের জন্য কিছু বিশেষ সংখ্যা আছে যেগুলোকে তারা লাকি চার্ম বলে থাকে কিন্তু আবার সেই সমস্ত সংখ্যাগুলো অনেকের কাছে অশুভ বলেও প্রমাণিত হয়।

সংখ্যাজ্যোতিষ মত অনুযায়ী কিছু সংখ্যা আছে যে সংখ্যাগুলো অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। আসুন জেনে নেই কি কি সেই সংখ্যাগুলি যেগুলো অশুভ বলে মনে করা হয়। সংখ্যা ৮, এই সংখ্যাগুলির প্রভাবে আপনি যদি কোন কিছু পান তবে সেটি অনেকদিন পর্যন্ত আপনার সঙ্গে থাকবে কিন্তু এই ধরনের ধারণা একদমই ভুল কারণ এই ধরনের সংখ্যার প্রভাবে যেকোনো জাতকের জীবনে আসতে পারে অশুভ প্রভাব।

আরো পড়ুন: চাণক্য নী’তি: বি’ষা’ক্ত সাপের চেয়েও বেশি ক্ষ’তি’ক’র এই ধরনের মানুষেরা, এদের থেকে দূ’রে থাকুন

গাড়ির নম্বর অথবা যদি মোবাইলের দশটি সংখ্যার মধ্যে ৮ থাকে তাহলে সেক্ষেত্রে আপনার সৌভাগ্য অশুভ প্রভাব রয়েছে। ৪ কিছুসংখ্যক কম প্রভাব বিস্তার করে, যদি আপনি জীবনের ধনী কিংবা সাফল্য লাভ করতে চান তবে আপনার জীবন থেকে ৪ সংখ্যাটিকে একেবারেই সরিয়ে ফেলতে হবে।

সংখ্যাজ্যোতিষ অনুযায়ী ৪ সংখ্যাটি হল স্থায়িত্বের প্রতীক, কোনরকম দুশ্চিন্তা অথবা অসফলতা যদি আপনার জীবনে থাকে আপনি যদি সে ক্ষেত্রে এই ৪ সংখাটি ব্যবহার করে থাকেন তবে সেই সমস্যা আপনার জীবনে চিরস্থায়ী হয়ে থাকবে।

৭ সংখ্যাটি যে কোন ব্যক্তির আধ্যাত্বিক দিকে সঙ্গে জুড়ে থাকে, যদি আপনাকে বর্তমান যুগে ভৌতিক সুখ পেতে হয় তাহলে অবশ্যই এই সংখ্যাটা কমিয়ে ফেলতে হবে এবং নিজের জীবনে যদি সাফল্য লাভ করতে চান তাহলেও আপনার জীবন থেকেই সাত সংখ্যাটির ব্যবহার কমিয়ে ফেলুন।