সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চাণক্য নী’তি: বি’ষা’ক্ত সাপের চেয়েও বেশি ক্ষ’তি’ক’র এই ধরনের মানুষেরা, এদের থেকে দূ’রে থাকুন

ঐতিহাসিক যুগ থেকে বর্তমান সময় পর্যন্ত আচার্য চানক্য দেবের বাণী সবসময় সবাই মাথায় রেখেছেন। জীবনে কিভাবে চলা উচিত সে সম্পর্কে নীতি দিয়েছেন আচার্য চাণক্য দেব। একজন দুজন ব্যক্তির থেকে সাপ অনেক বেশি ভালো।

আচার্য চাণক্য দেবের মতে একটা সাপকে যখন বিরক্ত করা হয় তখনই সে শুধুমাত্র ক্ষতি করে কিন্তু একজন খারাপ মানুষ সবসময় চাইবেই অন্যের বিপদ।

যে খারাপ মানুষটার ভালো করবে তার ক্ষতি চাইবে সেই মানুষটি। জীবন সব সময় ঝামেলা হয় তাই ঝামেলা থেকে যদি বাঁচতে হয় তাহলে অবশ্যই চাণক্য নীতি জানা উচিত তাহলেই ঝামেলা যুক্ত জীবন থেকে কিছুটা হলেও বাঁচা সম্ভব হবে।

আরো পড়ুন: গলায় ওড়না জ’ড়ি’য়ে টিকটক ভিডিও বানাতে গিয়ে বি’প’ত্তি, মৃ’ত্যু কিশোরীর

আচার্য চানক্য দেবের মতে জীবনের কঠিন সময় যে মানুষটি আপনাকে সাহায্য করবে সেই অনেক সময় আপনার ঝামেলার কারন হয়। যদিও এগুলি সেই মানুষটা কেমন তার ওপর অনেকটাই নির্ভর করে চাণক্য নীতি অনুযায়ী বন্ধু বাছাই করা অত্যন্ত সাবধানে করা উচিত।

ভুল মানুষের সাথে থাকলে সময় আপনাকে নষ্ট করে দেবে। চাণক্য নীতির একটি শ্লোক রয়েছে যেখানে বলা হয়েছে একজন প্রতারক ব্যক্তি সাপের থেকেও বিষাক্ত। একজন দুষ্টু বা প্রতারক ব্যক্তির থেকে সাপ অনেক বেশি ভালো।

সাপ শুধুমাত্র বিরক্ত করলে ক্ষতি করে কিন্তু একজন দুষ্টু প্রতারক ব্যক্তি সবসময় চাইবেই অন্যকে বিপদে ফেলতে। সে মানুষটির ভালো করলেও সে চাইবে অন্যকে বিপদে ফেলতে।

এই ধরনের মানুষের থেকে অবশ্যই দূরে থাকা প্রয়োজন। চাণক্য নীতি অনুযায়ী একটি সাপের শুধুমাত্র দাঁতে অথবা লেজেই বিষ থাকে, কিন্তু একজন মানুষের গোটা শরীর জুড়ে থাকে এবং সে আপনাকে অনেক বেশি ক্ষতির সম্মুখীন করবে।