সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

একসময় আমাদের দেশ শা’স’ন করেছে ব্রিটেন, এবার তাদের হা’রি’য়ে তৃতীয় স্থানে উ’ঠে এ’লো ভারত

বিগত কয়েক বছরে ভারতবর্ষের আমূল পরিবর্তন হয়েছে। মোদি সরকারের আমলে ভারতবর্ষ এক নতুন দিগন্তে পৌঁছে গিয়েছে। ভারতের স্টার্ট আপ কালচার দেরিতে শুরু হলেও বেশ তীব্রতার সঙ্গে এগিয়ে চলছে। আজকের তারিখে দাঁড়িয়ে ভারত বিশ্বের শীর্ষ 3 টি দেশের মধ্যে নিজের নাম লিখিয়ে নিয়েছে।

বর্তমান বিশ্বে স্টার্ট আপ কালচার তৈরির ক্ষেত্রে আমেরিকা রয়েছে প্রথম স্থানে, দ্বিতীয় স্থানে রয়েছে চীন এবং ভারত রয়েছে তিন নম্বর স্থানে। ভারত আজ ইউনিকর্ন তৈরীর কথা বলছে। ইউনিকন হলো সেই সমস্ত স্টার্ট আপ কোম্পানি যাদের মূল্য 1 বিলিয়ন ডলারেরও বেশি অর্থাৎ ভারতীয় মুদ্রায় 7 হাজার কোটি টাকার বেশি।

আমেরিকায় এই ধরনের কোম্পানি রয়েছে 487 টি, চীনে রয়েছে 301 এবং ভারতে এখন রয়েছে 54 টি। এর আগে ইংল্যান্ড ছিল তিন নম্বরে। তবে ভারত এখন ইংল্যান্ডকে ছাপিয়ে এগিয়ে গিয়েছে। গত 5 বছরে সরকারি সহায়তা পেয়ে স্টার্ট আপ কালচার এগিয়েছে। ডিজিটাল গভর্নেন্সের পাশাপাশি প্রযুক্তির ব্যবহারে স্টার্ট আপ ইকোসিস্টেম গড়ে উঠছে ভারতে।

ভারত যেভাবে প্রযুক্তির বাজারে এগিয়ে চলেছে তাতে এটা আশা করা খুব ভুল হবেনা যে ভবিষ্যতে ভারতেও সিলিকন ভ্যালির মত অনেক কিছু গড়ে উঠবে। তবে তার জন্য প্রয়োজন অনেক প্রচেষ্টা।