সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কলকাতা মেট্রোর ৩৮-তম জন্মদিনে নন-এসি রে’ক ইতিহাসের পাতায় চ’লে গেল

সদ্য 38 বছরে পা দিয়েছিল কলকাতা মেট্রো। 38টা বসন্তের সাক্ষী থাকার পরই কার্যত চিরঘুমের দেশে পাড়ি দিল ভারতের প্রথম মেট্রোরেল। মহানায়ক উত্তম কুমার স্টেশনে রবিবার ভারতের প্রথম রেলের জন্মদিন বেশ ধুমধাম করে পালন করা হলো। সেই 1984 সালে এসপ্ল্যানেড থেকে প্রথম যাত্রী নিয়ে মেট্রোর পথ চলা শুরু হয়েছিল। তারপর চার দশক কেটে যাওয়ার পর জন্মদিনেই বিদায় নিল মেট্রোর নন এসি রেক।

রবিবার মেট্রোর তরফ থেকে একটি ঘোষণা করে জানানো হলো আজ থেকে নন-এসি মেট্রো পরিষেবা চিরতরে বন্ধ করে দেওয়া হচ্ছে। হাতে পর্যাপ্ত বাতানুকূল কামরা থাকার কারণে আজকের পর থেকে যাত্রী পরিষেবায় আর কোনও নন-এসি মেট্রো চলাচল হবে না বলে জানিয়ে দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

নস্টালজিক মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, এরপর থেকে আর মাটির তলায় ভেতরের স্যাঁতসেঁতে আবহাওয়ায় আর কষ্ট সহ্য করতে হবেনা যাত্রীদের। মেট্রো মধ্যে এবার থেকে আর পাখা চলবে না। সবই চলে গেল এখন ইতিহাসের পাতায়। এতদিন এসি ছাড়াই মেট্রো কলকাতা শহরের বুকে সগর্বে পথ চলেছে। 2010 সালে প্রথম দুটি কামরায় এসি বসানো হয়। পরে সেই সংখ্যাটা বেড়েছে।