সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নতুন বছরেই না’ই’টক্লাব ও বা’রে বাড়তে চলেছে ম’দে’র দা’ম! কত টা’কা বাড়বে?

আর মাত্র দুটো দিনের অপেক্ষা তারপরেই আসবে নতুন বছর। নতুন বছরকে বরণ করে নিতে মানুষের আগ্রহের শেষ থাকে না। নানান রকম উৎসব অনুষ্ঠানের মধ্য দিয়ে হইহুল্লোড় করে নতুন বছরকে স্বাগত জানানো হয়। নতুন বছর উপলক্ষে রেস্তোরাঁ পাব নাইট ক্লাব গুলিতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

সেই সঙ্গে সারারাত ধরে চলে নাচ গান খানাপিনা। তবে এবার সূরা প্রেমীদের জন্য দুঃসংবাদ। রেস্তোরা পাব নাইট ক্লাব গুলিতে বাড়বে, মদের দাম। পশ্চিমবঙ্গ বেভারেজ কর্পোরেশন এই সিদ্ধান্ত নিয়েছে। সূত্রের খবর চলতি মাসের শুরুতেই পশ্চিমবঙ্গ বেভারেজ কর্পোরেশন মদের দাম অনেকটাই বাড়িয়ে দিয়েছে।।

সেই কারণেই বিভিন্ন বার রেস্তোরাঁ এবং নাইট ক্লাবগুলিতে মদের দাম ১০ থেকে ১৫ শতাংশ বাড়তে চলেছে। এছাড়া আউটলেট গুলোতে মদের দাম ৭ থেকে ১০ শতাংশ বাড়ানো হবে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে রাজ্যের মদের দোকানগুলিতে বেশি দাম দিয়ে মদ কিনতে হবে।

আরো খবর: ঋষভের আ’রো’গ্য কা’ম’না’য় টুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

শহর কলকাতার একটি নামী বারের ম্যানেজার জানিয়েছেন শুল্ক দপ্তরের নির্দেশ অনুযায়ী মদের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন স্টক ইতিমধ্যেই চলে এসেছে। যদিও ক্রেতাদের কথা মাথায় রেখে খুব সামান্য দাম বাড়ানো হয়েছে বলে তিনি জানান।

পশ্চিমবঙ্গ বেভারেজ কর্পোরেশনের এক অধিকর্তা জানান সেপ্টেম্বর মাসে দাম বাড়ানোর কথা থাকলেও তা করা হয়নি নানান কারণে তবে এবার সমস্ত ব্রান্ডের মদের দাম বাড়ছে।অতিমারীর কারনেই গত দুবছর ব্যবসায় ভাটা পড়েছিল। এবারে দেদার মদ বিকোবে বলেই মনে করছে তারা।