সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নতুন সিমকার্ড কেনার ক্ষে’ত্রে নয়া নি’য়’ম, দোকান থেকে কি’ন’তে পারবেন না আর!

কিছু দিন আগেও আমাদের সিম কার্ড কিনতে গেলে লাইন দিতে হতো দোকানের সামনে। অনেক সময় বাবা-মার আধার কার্ড অথবা ভোটার আইডেন্টটিটি কার্ড দিয়েও তুলে নেওয়া যেত সিম কার্ড। চেনাশোনা থাকলে তো কথাই নেই। কিন্তু এবার আসতে চলেছে সেই নিয়মে পরিবর্তন।

সিম কার্ড কানেকশন নিয়ে এবার বড়োসড়ো ঘোষণা করে দিল কেন্দ্রীয় সরকার। সিম কার্ড পেতে গেলে এবার আবেদন জানাতে হবে অনলাইনে। ঘরে বসেই এবার সিম কার্ড পেতে পারবেন আপনি। নতুননিয়ম অনুযায়ী, ১৮ বছর না হলে আপনি কোনোভাবেই আবেদন করতে পারবেন না সিম কার্ডের জন্য।

১৮ উর্দ্ধতর সিম কার্ড কিনতে গেলে আধার কার্ড সমিত অন্যান্য উপযুক্ত পরিচয় পত্র ভেরিফিকেশন জমা দিতে হবে। উপযুক্ত ভেরিফিকেশন না জমা দিতে পারলে সিম কার্ড পাওয়া যাবে না। সম্পূর্ণ পদ্ধতি ডিজিটাল মাধ্যমে হবে। সিম কার্ড পাওয়ার জন্য আর দোকানে যেতে হবে না আপনাকে, এইভাবে বাড়িতে বসে সহজেই সিম কার্ড কিনতে পারবেন আপনি।