সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

“দিদিকে বলো”-র ধাঁচে আ’স’ছে ন’য়া কর্মসূচি, এবার মিসড কল দিলেই কবে কা’জ, ঘোষণা মমতার

দিদিকে বলো কর্মসূচির কথা কি আপনাদের মনে আছে? এবার সেই ধাচেই আগামী ২ মাসের মধ্যে এক নতুন কর্মসূচি ঘোষণা করবে তৃণমূল কংগ্রেস। গতকাল রবিবার শিলিগুড়ির বুকে দাঁড়িয়ে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উত্তএয়া গ্রাউন্ডে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, আগামী ২ মাসের মধ্যে এক নতুন কর্মসূচির ব্যবস্থা নেওয়া হবে। অনেকটা দিদিকে বলো কর্মসূচির মতো। নামটা খনই বলব না, তবে যদি কারও বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে, খুন খারাপির অভিযোগ ওঠে, তাছাড়া অত্যাচের অভিযোগ ওঠে।

তাহলে আপনারা একটা মিসড কলের দ্বারাই সমস্ত কিছু জানাতে পারবেন। কোথায় কি ঘটছে, সাথে আপনার নাম বলবেন, সাথে সাথেই ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন: যু’দ্ধে’র আ’ব’হে ভারতে আসতে পারেন রাশিয়ার বিদেশমন্ত্রী

সেটা কোনো অফিসার হোক,পুলিশ হোক, রাজনৈতিক নেতা হোক কিংবা সাংবাদিক হোক। এই প্রসঙ্গের সাথেই তিনি তাঁর রেলমন্ত্রী থাকার সময়ের কথাও তুলে ধরেন।

তিনি বলেন আমি যখন রেল মন্ত্রী ছিলাম তখনও এমন কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল। তাঁর কথা অনুযায়ী, তিনি তখন বলেছিলেন রেল লাইন ফাটা, বা নষ্ট কিংবা তছনছ করতে এসেছে এমন খবর সরকারকে জানান, তাকে পুরষ্কৃত করা হবে।

এমনকি চাকরিও দেওয়া হবে। সেটাও আমি দিয়েছিলাম। তবে এবারও ঠিক একই জিনিস। কোনো অভিযোগ থাকলেই আপনারা স্থানীয় থানায় জানান।

আর যদি কোনো পুলিশ অফিসার অভিযোগ শুনেও ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে তাঁর ব্যবস্থা সরকার নেবে। বগটুই এর প্রসঙ্গ টেনে তিনি বলেন, যদি ঠিক সময়ে ব্যবস্থা নেওয়া হত তাহলে এমন ঘটনা কখনই ঘটত না।

আরো পড়ুন: বি’য়ে হয়েছে মা’ত্র দেড় মাস! দুই রাজমিস্ত্রির স’ঙ্গে পালালো নববধূ! তু’মু’ল চা’ঞ্চ’ল্য

তবে এই সব বলার সাথে সাথে তিনি বিরোধীদের বলতে ছাড়ে নি। তিনি বলেন, ৩৪ বছর বাংলায় সিপিএম ছিল, কেন্দ্রে কংগ্রেস ছিল ও এখন কেন্দ্রে বিজেপি। কেউ কিছু করে নি মানুষের জন্য।

সভার শেষ করার আগে তিনি দলীয় কর্মীদের কড়া বার্তা দেন। দুষ্টু গরু কিন্তু সব জায়গাতেই থাকে। তাঁদের সবাইকে সাবধান হতে বলব। কেউ কোনও ঝামেলায় জড়াবেন না। হিংসা সন্ত্রাস আমি চাই না রাজ্যে। তাই বাকিরা ক্ষমা করলেও আমি ক্ষমা করব না।