সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ডিজনি হটস্টার থেকে সরে গেলো IPL, কোটি কোটি সাবস্ক্রাইবার হা’রা’তে চলছে সংস্থা

২০২৭ সাল পর্যন্ত ভায়োকম১৮ ভারতীয় উপ-মহাদেশে আইপিএলের ডিজিটাল স্বত্ব পেল। ভায়াকমের উপর ভারতীয় উপ-মহাদেশে টিভির স্বত্ব থাকল। ভারতীয় ক্রিকেট বোর্ড সবমিলিয়ে চারটি সম্প্রচার স্বত্ব বিক্রি করে ৪৮,৩৮০ কোটি টাকা তুলল।

তবে, ভারতীয় উপ-মহাদেশে ডিজনি স্টারের হাতেই টিভি সম্প্রচার স্বত্ব আছে। সেজন্য ২৩,৫৭৫ কোটি টাকা ডিজনিকে খরচ করতে হয়েছে। তবে ডিজনির হাত থেকে ভারতীয় উপ-মহাদেশের ডিজিটাল স্বত্ব ছিনিয়ে নিয়েছে ভায়োকম১৮।

এমনকি মুকেশ আম্বানির সংস্থা ২০,৫০০ কোটি টাকায় সেই স্বত্ব জিতেছে। ভায়াকমই ভারতের বাইরে খেলা দেখানো স্বত্ত্বও কিনেছে। এমন পরিস্থিতিতে জোর ধাক্কা খেল ডিজনির ডিজিটাল প্ল্যাটফর্ম।

আরো পড়ুন: দক্ষিণবঙ্গের বাসিন্দাদের জন্য ব’ড়ো খবর, হাওয়া বদলের ই’ঙ্গি’ত আবহাওয়া দপ্তরের

ডিজনি প্লাস ২০২৪ সালের মধ্যে বিশ্বব্যাপী ২৬০ মিলিয়ন সাবস্ক্রাইবারের লক্ষ্যে এগিয়ে চলেছিল। কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টর বিবেক কুটো সেই টার্গেটে পৌঁছনো এবার কঠিন হয়ে দাঁড়াল বলেই মনে করছেন।