সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চোখের সামনে থেকে দূ’র যে’তে কখনো দেয়না স’ঙ্গী! তাহলে? এভাবেই হৃদয়ে বা’স করুন

একটি ভালো সম্পর্ক দিনের পর দিন বজায় রাখতে গেলে অবশ্যই তাতে একে অপরের প্রতি বিশ্বাস থাকা প্রয়োজন । বিশ্বাস, ভরসা এগুলোই হল একটি ভালো সম্পর্কের বিশেষ গুণ। কিন্তু অনেকেই এই বিশ্বাসের অপব্যবহার করে যার ফলে একজনের প্রতি আর একজনের ভালোবাসা, বিশ্বাস, ভরসা সমস্ত কিছুই শেষ হয়ে যায়।

প্রথমদিকে যেকোনো সম্পর্ক খুব ভালোমতোই এগোয় কিন্তু দিন যত যায় ততই সম্পর্কের মধ্যে দেখা দেয় নানান সমস্যা এবং সেই সময়েই খুব ভালোমতো বুঝেশুনে সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে হবে। কেন সম্পর্কের মধ্যে সমস্যা তৈরি হচ্ছে তার হদিশ করতে হবে এবং সমস্যার সমাধানের চেষ্টা করতে হবে।

সম্পর্কে থাকাকালীন একে অপরের প্রতি ভালোবাসা থাকে, তবে এই ভালোবাসা যাতে সবসময় বজায় থাকে সেই জন্য অনেকেই ঈশ্বরের কাছে কামনা করে থাকেন, তবে সব পার্থনা কাজে লাগে না। সম্পর্কে নানা রকম সমস্যা এসে দাঁড়াতে পারে। তাই এই সমস্ত সমস্যাগুলি যাতে সম্পর্কে বাঁধা হয়ে না দাঁড়ায় সেই জন্যেই অবশ্যই সম্পর্কের ক্ষেত্রে সর্তকতা অবলম্বন করা প্রয়োজন।

আরো পড়ুন: লেডি সিরিয়াল কি’সা’রে’র তকমা পে’তে চলেছেন এই অভিনেত্রী, এক ছবিতে ‘চু’ম্ব’ন’ ২১ বা’র

একটা মানুষ যত তার সঙ্গীর কাছে রহস্যময় থাকবে ততই সেই সম্পর্ক ভালো থাকবে। সব সময় নিজের সঙ্গীকে সব কিছু বলার দরকার নেই, নিজে কেমন সে ব্যাপারে আস্তে আস্তে সঙ্গীকে বোঝাতে হবে তবেই একজন আরেকজনের প্রতি খুব গভীর ভাবে আকৃষ্ট হবে,এবং এই আকর্ষণই ধরে রাখবে সম্পর্কের বাঁধন।

সম্পর্ক ভাল রাখতে গেলে অবশ্যই সময় কাটাতে হবে তবে এই সময় যাতে ভালো মুহূর্ত গুলি তৈরি করে সেদিকে খেয়াল রাখতে হবে। এভাবেই ভালোবাসা বাড়বে ধীরে ধীরে। বার্ধক্য বয়স পর্যন্ত একে অপরকে বেঁধে রাখতে এই সমস্ত সুন্দর সুন্দর মুহূর্ত গুলি তৈরি করা অত্যন্ত প্রয়োজন। সব সময় খেয়াল রাখতে হবে ভালোবাসার মুহূর্ত গুলিতে হাসি খুশির পরিমাণটা যাতে বেশি থাকে।

আপনি যদি আপনার সঙ্গীকে হাসিখুশি রাখতে পারেন তবে, সেই জায়গাটা সে সারাজীবন মনে করবে। সম্পর্কে “না”, “হ্যাঁ” এই দুটো কথাই থাকে, তাই আপনার সঙ্গী যদি আপনাকে সব সময় সব ব্যাপারে “হ্যাঁ” বলাতে চায় ,সেটি ঠিক না তাই নিজের মতামত সবসময় প্রকাশ করতে শিখুন। যেটা “না” সেটি কে “না” বলতে শিখুন।

আপনার সঙ্গীকে আকর্ষণ করতে গেলে প্রথমে আপনাকে ভালো দর্শনধারী হতেই হবে। কথায় বলে “প্রথম দর্শনধারী বাদ মে গুণবিচারী”। যে মানুষটি আপনার সঙ্গে থাকবেন সে আপনার গুন, দোষ সবই আস্তে আস্তে বুঝতে পারবেন। সেই জন্য প্রথম প্রথম সঙ্গীর সাথে মেশার জন্য অবশ্যই নিজেকে একটু সাজিয়ে রাখুন।