Home দেশ জ্ঞানবাপী মসজিদের দেওয়ালে মি’ল’লো একাধিক ত্রিশূল, পাওয়া গে’লো শিবলিঙ্গ, ভিডিও ফাঁ’স

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জ্ঞানবাপী মসজিদের দেওয়ালে মি’ল’লো একাধিক ত্রিশূল, পাওয়া গে’লো শিবলিঙ্গ, ভিডিও ফাঁ’স

বারাণসীর জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। ‘স্বয়ম্ভু জ্যোতির্লিঙ্গ ভগবান বিশ্বেশ্বর’নামক একটি সংগঠনের তরফে দাবি করা হয়েছিল, মসজিদটি যে জমির উপরে তৈরি, সেখানে আসলে হিন্দু মন্দির ছিল।

পাঁচ জন মহিলা দাবি করেন, মসজিদের ভিতরে হিন্দু দেব-দেবীর মূর্তি রয়েছে। গত বছর বারাণসী আদালতের তরফে মসজিদের ভিডিয়োগ্রাফির নির্দেশ দেওয়া হয়।

তবে মূলত মসজিদের পশ্চিম অংশ ও নীচের তল, যাকে ‘তেহখানা’ বলা হয়, সেই অংশটিতে ভিডিয়োগ্রাফি করা হবে কিনা, তা স্পষ্টভাবে বলা হয়নি।হতবে এক সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, মসজিদের তিনটি গম্বুজের নিচে একটি ত্রিশুলের মত আকৃতি পাওয়া গিয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

আরো পড়ুন: বইবে ঝো’ড়ো হাওয়া! কিছুক্ষণের মধ্যেই ভা’স’বে দক্ষিণবঙ্গের এই জেলাগু’লো

মসজিদের দেওয়ালে প্রায় এক ডজন খোদাই করা ত্রিশুল ছাড়াও ছাড়াও ফুলও দেখা গিয়েছে। ওই ভিডিওটিতে দেখা যায় মসজিদের একটি শৌচাগার থেকে জল বের করে ফেলছেন কর্পোরেশনের কর্মীরা।

সেখান থেকে সমস্ত জল নিষ্কাশনের পরই বের হয়ে আসে কালো পাথরে তৈরি শিবলিঙ্গের মতন একটি মূর্তি। আদালতের কমিশনার জানিয়েছেন শিবলিঙ্গটির উচ্চতা ২.৫ ফুট এবং ব্যাস ৪ ফুট।

মসজিদের ভিত্তিতে পুরোনো পাথরের তৈরি তিনটি স্তম্ভও মিলেছে যার উপর সনাতন হিন্দু ধর্মের একাধিক চিহ্ন পাওয়া গিয়েছে।ভিডিওটিতে দেখা যাচ্ছে যে এরকম চিহ্ন আরও রয়েছে মসজিদের পূর্ব এবং পশ্চিম দিকের দেওয়ালের একাধিক জায়গায়।

তবে এই ফাঁস হওয়া ভিডিওটির প্রসঙ্গে হিন্দু পক্ষের আইনজীবী বিষ্ণু জৈন বলেন, ভগবানই জানেন আদালত কমিশনের কার্যক্রমের ভিডিও কীভাবে ফাঁস হতে পারে। এটি মোটেই উচিত কাজ নয়।

বিভিন্ন সংবাদমাধ্যমে বিষয়টি দেখে আমি হতবাক। বাদী পক্ষের কয়েকজন মহিলা সমীক্ষার ছবি ও ভিডিও তুলেছিলেন। সেখান থেকেই সম্ভবত ছড়িয়েছে বিষয়টি।