সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ছেলে-মেয়েকে সব দা’য়ি’ত্ব বু’ঝি’য়ে বাজার ধরতে নতুন ব্যবসায় না’ম’তে চলেছেন মুকেশ আম্বানি

আমরা সকলেই জানি সারা দেশ ও বিদেশ জুড়ে বিশাল ব্যাবসায়িক সাম্রাজ্য বিস্তার করে রয়েছে বিখ্যাত ব্যাবসায়ী মুকেশ আম্বানির রিলাইন্স ইন্ডাস্ট্রি। তবে বর্তমানে মুকেশ আম্বানির এই বিশাল ব্যাবসার তিনটে ভাগ তাঁর তিন ছেলে মেয়ের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। তিনি তার ব্যাবসা বড় ছেলে আকাশকে টেলিকম ব্যবসার দায়িত্বে, ঈশা আম্বানি সামলাচ্ছেন রিলায়েন্স রিটেইলের কমান্ড ও ছোট ছেলে অনন্ত আম্বানি তেল ও পেট্রোকেমিক্যালের ব্যবসার দায়িত্ব নিয়েছে।

কিন্তু আম্বানি এবার নিজে রিলায়েন্স ব্র্যান্ড নিয়ে নামছেন নয়া ব্যবসায়। একসময় তিনি দেশের সবচেয়ে ধনী ব্যাক্তি থাকলেও বর্তমানে সেই জায়গা আর তার নেই। তবে হয়তো সেই জায়গায় আবারও ফিরে আসতে তার বেশি দিন লাগবে না। কারন ব্যবসার জগতে তাঁকে গেম চেঞ্জার হিসেবেই স্বীকৃতি দেওয়া হয়। দেশের টেলিকম জগতের মানচিত্রে তাঁর জিও টেলিকম অবিশ্বাস্য রকম পরিবর্তন এনেছে। তবে এবার এক নতুন ব্যবসায় হাত দিতে চলেছেন মুকেশ আম্বানি।

আর খুব স্বাভাবিক ভাবেই বলা যায় যে এই নতুন ব্যাবসাতেও তিনি জান প্রাণ লাগিয়ে দেবেন। কারন এর আগে তিনি যেই কাজ টাই হাতে নিন না কেনো নিজের সর্ব শক্তি দিয়ে চেষ্টা করেছেন। আর সফলও হয়েছেন। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে, এবার গ্রিন এনার্জির ব্যবসায় নামতে চলেছেন মুকেশ আম্বানি।

আরো খবর: প্রয়াত ঐন্দ্রিলার মা শিখা শর্মাও মারণ ক্যা’ন্সা’রে আ’ক্রা’ন্ত! কি বলছেন চিকিৎসকরা?

গত বছরেই মুকেশ আম্বানি জানিয়েছিলেন, আগামী 15 বছর রিলায়েন্স গ্রিন এনার্জিতে ফোকাস করবে। এই সময়ের মধ্যে 75 বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে বলেও জানিয়েছেন তিনি। 2035 সালের মধ্যে রিলায়েন্স কার্বন ফ্রি কোম্পানি হওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে বলেও জানানো হয়েছে।

এছাড়াও ব্লুমবার্গের রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে, দেশের কোটিপতি ব্যবসায়ী মুকেশ আম্বানি গ্রিন এনার্জি খাতে একটি বিশেষ ধারণা নিয়ে কাজ করতে চলেছেন। এর মধ্যে রয়েছে ব্লু হাইড্রোজেন ফ্যাসিলিটি এবং গিগা কারখানা তৈরি। বিভিন্ন অধিগ্রহণের মাধ্যমে কোম্পনি পরিবর্তী রাস্তা ঠিক করবে বলে জানানো হয়েছে।

তবে এবারে এই নতুন ব্যাবসার ক্ষেত্রে তার জন্য এক কঠিন প্রতিপক্ষ অপেক্ষা করছে। তিনি আর কেউ নন গৌতম আদনি। কারন মুকেশ আম্বানির এই টার্গেট সেক্টরে আগে থেকেই ধনকুবের ব্যবসায়ী গৌতম আদানি নিজের পা রেখেছেন। গৌতম আদানি গ্রিন এনার্জি ব্যবসায় 70 বিলিয়ন বিলিয়ন বিনিয়োগের লক্ষ্য নির্ধারণ করেছেন। তাই আগামী চ্যালেঞ্জ টা বেশ টাফ হতে চলেছে বলে মনে করা হচ্ছে।