সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এইসব বাড়িতেই মা লক্ষ্মী বি’রা’জ করেন, অ’র্থে’র অভাব হয় না কোনোদিন, কি বলেছেন চাণক্য?

চাণক্য বা কৌটিল্য একের পর এক নীতি নির্ধারন করে গেছেন। যেগুলি মানুষকে দিনের পর দিন সফল হওয়ার প্ররণা যুগিয়েছে। সেই কারনেই আজও মানুষ চাণক্যনীতিকে মেনে চলে।

চাণক্য তাঁর নীতিতে বলেছেন বেশ কিছু জায়গা আছে যেখানে সর্বসময় লক্ষীলাভ হয়। এই রকম জায়গায় কোনওদিনই টাকা পয়সার অভাব হয় না। কখনও সেখানে দুঃখ কাছে ঘেঁষে না।

আচার্য চাণক্যর শ্লোক:-

মূর্খঃ ইয়ত্র ন্ পূজ্যন্তে ধান্য সুসংচিতম।
দাম্পত্যয়োঃ কলহো নাস্তি তত্র শ্রী সয়মাগতা।

আরো পড়ুন: উঠতি অভিনেত্রীদের মৃ’ত্যু নিয়ে রচনার মন্তব্যের বি’রো’ধি’তা করে ট্রো’ল করলেন লীনা গাঙ্গুলির ছেলে

এর অর্থ হল, যেখানে মূর্খের সম্মান নেই, খাবারের ভাঁড়ার পরিপূর্ণ, স্বামী স্ত্রীর মধ্যে কলহ নেই সেই জায়গায় সবসময় লক্ষ্মীর বাস থাকে। আচার্য চাণক্য নিজের এই শ্লোকে বলেছেন, কোন জায়গাতে মা লক্ষ্মী সর্বদা বাস করেন।

কৌটিল্য বলতে চেয়েছেন, যে বাড়িতে মূর্খের সম্মান নেই সেখানে সুখ সর্বদা বিরাজ করে। যে সমস্ত ব্যক্তি কোনও মূর্খের কথা শুনে চলে সেই ব্যক্তি কোনও দিনই জীবনে সফল হতে পারে না।

সেই কারনে যেখানে মূর্খের সম্মান নেই সেখানেই মা লক্ষ্মীর অধিষ্ঠান। আচার্য চাণক্য বলেন সর্বদা বিদ্বান-বুদ্ধিমান ব্যক্তির সম্মান করা উচিত। কৌটিল্য আরও বলেছেন, যেখানে খাবারের অভাব নেই সেখানে মা লক্ষ্মী সর্বদা বাস করেন।

মা লক্ষ্মীর আশীর্বাদে সেই বাড়িতে ধন সম্পত্তির কোনও অভাব হবে না। আচার্য চাণক্য মনে করেন যে পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ও প্রেম থাকে সেখানে কোনও জিনিস নিয়ে কোনও অশান্তি হবে না। সেই পরিবারেও সর্দা সুখ ও শান্তি বিরাজ করে।