সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

লক্ষ্মীর ভান্ডারের টা’কা দি’য়ে ছেলেকে উপহার মায়ের, আ’বে’গে গান বানালেন ছেলে

এবার মুখ্যমন্ত্রীর লক্ষীর ভান্ডার প্রকল্প নিয়ে গান বাঁধলেন পূর্ব মেদিনীপুরের এক যুবক। সায়ন ভট্টাচার্য নামের ওই যুবক জয় বাংলা নামের একটি গান গেয়েছেন। যা সোশ্যাল মিডিয়াতে প্রশংসার ঝড় তুলেছে। নিজের অ্যালবামে তিনি গানটি গেয়েছেন।

মহিলা কন্ঠ শিল্পী হিসেবে কন্ঠ দিয়েছেন হাওড়ার মৌমিতা মুখোপাধ্যায়। জয় বাংলা গানের ভিডিও এ্যালবাম মুখ্যমন্ত্রী দরবারে পৌঁছে দেওয়ার ইচ্ছে রয়েছে তাদের।

লক্ষীর ভান্ডারের টাকায় ছেলের জন্মদিনে মা ব্রেসলেট উপহার দিয়েছেন। তার বাস্তব জীবনের এই ঘটনা তাকে উদ্বুদ্ধ করেছে। গানটির শুটিং হয়েছে ৬ মাস ধরে।

আরো পড়ুন: ভারতের পাসপোর্ট ক্ষমতার বি’চা’রে কত নম্বরে?

মুখ্যমন্ত্রীর কাজের অনুপ্রেরণায় উন্নয়নমুখী এবং সেবামূলক প্রকল্পগুলোকে গানের ভিডিওর মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া ছিল সায়নের লক্ষ্য। মুখ্যমন্ত্রী যুবশ্রী কন্যাশ্রী স্বাস্থ্য সাথী প্রকল্পগুলো যেভাবে বাস্তবায়িত হচ্ছে সেই নিয়ে তিনি গান লিখেছেন।

দিদির অনুপ্রেরণা তিনি এই গানটি লিখেছেন। আগামী দিনে দিদির কাছে এই গানটি পৌঁছে দেওয়ার ইচ্ছে রয়েছে তার। গানটি তিনি দিদির পায়ে সমর্পণ করতে চান।