সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

৩৩ বছর পর মা ও ছেলের দে’খা, অ’প’হৃ’ত হয়েছিলেন ৪ বছর বয়সে, কিভাবে স’ম্ভ’ব হ’লো জানুন

প্রায় 33 বছর আগে অপহরণ করা হয়েছিল চীনের বাসিন্দা লি জিংওয়েইকে। তখন তার বয়স ছিল মাত্র চার বছর। কিন্তু আজ এত বছর পরে তিনি তার মায়ের কাছে ফিরতে পেরেছেন স্রেফ নিজের স্মৃতি শক্তির জোরে। সোশ্যাল মিডিয়াতে তিনি নিজের গ্রামের একটি ছবি এঁকে শেয়ার করেছিলেন। তারপর তিনি ঘরে ফেরার সুযোগ পান।

1989 সালে হেনান প্রদেশ থেকে অপহরণ করা হয়েছিল ওই ব্যক্তিকে। তারপর তাকে এক দম্পতির কাছে বিক্রি করে দেওয়া হয়। অনেক খোঁজাখুঁজির পরেও তার পরিবার তার কোনো সন্ধান পায়নি। এরপর কেটে গিয়েছে 33 বছর। এতদিন পর তিনি নিজের আঁকা একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে পরিবারের কাছে ফিরতে পারলেন। নিজের হারানো গ্রামের হদিস পেলেন। বাড়ি ফিরে মায়ের সঙ্গে দেখা করতেই কেঁদে ফেলেন তিনি।

পরিবার থেকে আলাদা হয়ে যাবার পরেও তাই মন থেকে মা এবং গ্রামের স্মৃতি মুছে যায়নি। তিনি প্রতিদিনই তার গ্রাম এবং বাড়ির ছবি আঁকতেন যাতে তাদের মনে রাখতে পারেন। একটু বড় হওয়ার পর তিনি কই দম্পতিকে অনুরোধ করেছিলেন তার বাড়িতে ফিরিয়ে দেওয়ার জন্য। তবে তারা রাজি হননি। তারপর তিনি নিজের স্মৃতি থেকে গ্রামের একটি ছবি এঁকে ফেলেন। একজনের পরামর্শে ইন্টারনেটে সেই ছবি আপলোড করেছিলেন তিনি।

সেইসঙ্গে ছোটবেলাতে তার অপহরণের কাহিনীও জুড়ে দেন। সেই ছবি এবং গল্প ভাইরাল হয়ে যায়। তারপরই বিষয়টি পুলিশের নজরে পড়ে এবং পুলিশ তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে তৎপর হয়। পুলিশ তদন্ত করে ওই ছবির সঙ্গে ঝাওটঙ গ্রামের মিল খুজে পায়। তারপর ডিএনএ টেস্ট করিয়ে ওই ব্যক্তিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেয়।